jamdani

ভাইরালঃ পোষ্যদের খাবারের আগে প্রার্থনা করতে শেখাচ্ছেন মহিলা

খাবারের আগে প্রার্থনা করতে শেখাচ্ছেন মহিলা। আর এই ভিডিওটি হু হু করে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। ট্যুইটার ব্যবহারকারী বৈশালী মাথুর এই ভিডিওটি শেয়ার করেন এবং বলাই বাহুল্য যে কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে ভিউ হয়েছে প্রায় ৩০ হাজার।

ভিডিওতে দেখা যায় একজন মহিলা তাঁর পোষ্য কুকুরদের ডিনার পরিবেশন করেছেন নির্দিষ্ট খাবারের জায়গায় এবং কুকুরগুলি তাঁর কম্যান্ডের জন্য অপেক্ষা করছে। এমতাবস্থায় তিনি হাত জড়ো করে প্রার্থনা করতে শুরু করেন এবং তাঁর পোষ্যরা ধৈর্য্য নিয়ে অপেক্ষা করতে থাকে। তাঁর প্রার্থনা শেষ হলে, তিনি অনুমতি দেন খাবার জন্য। আর তারপরই কুকুর দুটি খাবআর খেতে শুরু করে।

‘ আমার বন্ধুটির এই হৃদয়বিদারক ভিডিওটি ভাগ করে নিচ্ছি যেখানে সে তার বাচ্চাদের খাবারের আগে তাদের প্রার্থনা করতে শেখাচ্ছে। আমার মনে হয় দুজনেই ভাল ছেলে’, বৈশালী মাথুর পোস্টের ক্যাপশনে এই কথাটিই লেখেন।

ভিডিওটি দেখার পরে নেট দুনিয়া এতটাই আনন্দিত হয়েছে যে ২৫০০ এর বেশি লাইক এবং বেশ কয়েকটি পুনঃট্যুইট সহ ভাইরাল হয়েছে। বেশ কয়েকজন ব্যবহারকারী হার্ট ইমোটিকনও পোস্ট করেছেন।

আমরা তো লুপে এই ভিডিওটি দেখছি। আপনার খবর কি?

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes