jamdani

বয়স ৯১! ল্যাপটপে রোজ খবর পড়ছেন কেরলের এই মহিলা

পড়াশোনার কি আর বয়স আছে! যে কোনও বয়সে, যে কেউ পড়তে বসতে পারেন। এখানে মনটাই হল আসল। মন যদি থাকে তাজা, বয়স সেখানে বাধা কেন। আর এ কথাই প্রমাণ করছেন কেরলের থিসু জেলার এই ‘ঠাম্মা’। যার বয়স ৯১। এই বয়সে এসেও তিনি শিখে নিচ্ছেন ল্যাপটপ, কম্পিউটারে ডেইলি নিউজ পড়া। ঠাম্মি’র এই উৎসাহী মানসিকতাই জিতে নিয়েছে নেটিজেনদের মন।

কিছুদিন আগে মেরি ম্যাথু নামে ওই বয়স্ক মহিলার নাতি অরুণ থমাস, সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন। যাতে দেখা যায় টেবিলে ল্যাপটপ রেখে কাজ করছেন তিনি। রোজ খবর দেখেন ল্যাপটপে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অরুণ লেখেন, ‘আমার ঠাম্মি। বয়স ৯১। এই বয়সে এসেও শিখছেন ল্যাপটপের ব্যবহার। পড়ছেন ই-নিউজ পেপার। পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মানসিকতাকে সেলাম জানাতেই হয়’।

জানা গিয়েছে, গত বছর থেকেই মেরির পরিবার খবরের কাগজ নেওয়া বন্ধ করে দিয়েছেন, করোনা ভাইরাস প্রকোপ বাড়বাড়ন্ত হওয়ার পরেই। কিন্তু তাই বলে রোজকার খবর দেখা বা খবরের কাগজ পড়া একেবারে বন্ধ করে দেওয়া তো যায় না। আমরা সকলেই ই নিউজ পেপার পড়ছি, সোশ্যাল মিডিয়ায় খবর দেখছি হয়ত। কিন্তু বাড়ির বয়ষ্করা প্রযুক্তির সঙ্গে পরিচিত না হওয়ায় এতদিন পর খবরের কাগজ পড়া থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বঞ্চিতদের তালিকায় নিজেকে রাখতে চাননি বলেই মনের জোরে ল্যাপটপ চালাতে শিখে নিয়েছেন মেরি। আর সেখানেই তিনি এখন পড়ছেন খবরের কাগজ।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes