jamdani

ব্রাইডাল কালেকশনে বেনারসি

শীতকাল মানেই হৈ-হুল্লোড়, কার্নিভাল, আনন্দ উৎসব। তবে কোভিডের থাবায় এবার সবকিছুই ম্লান। কিন্তু তাতেও কি সব থেমে থাকে। আর তাই সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ৫ ডিসেম্বর কেয়া শেঠ এক্সক্লুসিভ আয়োজন করল এক অনলাইন ফ্যাশন শো-এর। প্রাচ্য থেকে পাশ্চাত্য সবরকম ফ্যাশন মিলে গেল বেনারসির পটভূমিতে। কেয়া শেঠ এক্সক্লুসিভে বেনারসি কার্নিভাল চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ফ্যাশন শো-এর কিছু ঝলক রইল আপনাদের জন্য।

নববধূকে বেনারসি সাজে লাগছে রয়্যাল। সঙ্গে বরমশাই ম্যাচিং করে পড়েছে পাঞ্জাবীর সঙ্গে বেনারসী উত্তরীয়, তুঁতে রঙের ধুতীর পাড়ে রয়েছে বেনারসি কাজ। সাজ হয়ে উঠেছে কমপ্লিট।

লাজে রাঙা হলো কনে বউ গো… হলুদ বেনারসিতে সোনালী জড়ির ফ্লাওয়ার মোটিফের কাজ, সঙ্গে শ্রীমানের ম্যাচিং করা ধুতি-পাঞ্জাবীতে বেনারসির কাজ এনেছে এক অন্য চমক।

 

নববধূর লাল রঙের বেনারসির সঙ্গে বেশ মানিয়েছে নতুন বরটিকে। ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে বরের লং জ্যাকেটের ফ্যাশন করে তুলেছে অনবদ্য।

রিসেপশনে ম্যাচিং করা বেনারসি সাজে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন নব দম্পতি।


পোশাকঃ কেয়া শেঠ এক্সক্লুসিভ

ফোনঃ ০৩৩-৪০৬৫-৫০৬

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes