jamdani

ব্রণর প্রকোপ কমাতে চান, এগুলো মেনে চলুন

১৩ থেকে ১৯ বছর বয়সে ছেলেমেয়েদের মুখে ব্রণ ওঠা এক পরিচিত সমস্যা। ত্বকের যত্ন সঠিকভাবে নিতে এই সময় মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাকে অনেকসময় এই যত্ন নিতে ছেলেমেয়েরা বাধা দেয়। তাদের খুব শান্তভাবে এই সময় বোঝাতে হবে যে তাদের পরবর্তীকালে সুন্দর দাগমুক্ত ত্বক পেতে এই প্যাকগুলি ব্যবহার করা উপকারী। এগুলো তাকে খুঁটতে বারণ করুন এবং লক্ষ রাখুন তা যেন পেকে না যায়।

কি করবেন?

  • নিম ও কাঁচা হলুদ বাটা ব্রণ সারাতে খুব ভাল কাজ করে। তবে ত্বকে মানিয়ে না গেলে তা ব্যবহার করা উচিৎ হবে না।
  • শশা ও গাজর কুচি পেঁপের রস ত্বককে সুন্দর করে।
  • রাত জাগার কারণে চোখের নীচে কালি পড়লে আলু ছেঁচে বা শশা কুচি করে চোখের ওপরে রেখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।
  • মুখে ও গলায় পোড়াভাব কমাতে টম্যাটোর রস ভাল করে ঘষে নিন। সপ্তাহে দু’দিন লাগালে উপকার পাবেন।
  • ১৫ বছর বয়সি কিশোরীদের মুলতানি মাটি, চন্দন কাঁচা হলুদ বা মধু দিয়ে প্যাক তৈরি করা যেতে পারে।
  • বাড়িতে বসেই হালকা গরম জলে শ্যাম্পু মিশিয়ে তাতে হাত- পা ডুবিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।

ব্রণর দাগ দূর করতে কি করবেন?

  • আপেল ও মধুর মিশ্রণ হচ্ছে ব্রণর দাগ দূর করতে সবথেকে ভাল উপায়। আপেল পেস্ট করে তার মধ্যে ৪-৫ ফোঁটা মধু মিশিয়ে, ভালো করে মিক্স করে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।
  • ব্রণর জন্য তুলসী পাতার রস খুব উপকারী। এটি লাগালে ধীরে ধীরে দারুচিনির গুঁড়োর সঙ্গে গোলাপের জল পেস্ট করে লাগান। ব্রণ, চুলকানি ইনফেকশন ও দাগ অনেকটাই কমে যাবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes