jamdani

বৌ, নাকি রাঁধুনি নিতে এসেছে!

সরাসরি বলেছিলাম, করব না মুম্বই-কলকাতা মিলে টাইট শিডিউল, তারই মাঝে ঋতাভরী চক্রবর্তীর গােপন সব কথাশুনলেন মানসী সাহা চ্যাটার্জি।

  • ‘ব্রহ্মা জানেন গােপন কম্মােটি’ সিনেমায়আপনার লুক কিন্তুঅনেকটা ওগাে বধূ সুন্দরী’ সিরিয়ালের মতাে। বিষয়টা লক্ষ্য
    করেছেন কি?

হুম… অনেকে বলছেও আসলে শাড়ি-টিপ পরলে আমার মুখের আদলটা ওরকমই লাগে। তবে শবরী আর ললিতার লুকটা কিন্তু একদমই এক নয়।

  • ‘মহিলা পুরােহিত’ সাউন্ড গুড। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে বিষয়টা শুধু আনঅর্থোডক্স নয়, বিতর্কিতও বটে।তাে এই চরিত্রায়ন আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল?

খুউবব চ্যালেঞ্জিং। সংস্কৃত শিখেছি। মন্ত্র মুখস্থ করেছি।পুজোর সমস্ত আচার-উপচার জানতে হয়েছে,যা মােটেও সহজ ছিল না। তবেএটুকু বলব, শবরীর চরিত্রে অভিনয় করতে পেরে আই রিয়েলি ফিল প্রাউড। আসলে বাংলায় কেউ এমন স্ক্রিপ্ট লেখার কথা ভাবেন না। সেখানে আই অ্যাম ভেরি গ্ল্যাড যে, জিনিয়া দি এমন গল্প লিখেছেন। সত্যিবলতে, এখনও আমাদের মানসিকতা মেয়েদের নিয়ে অনেকটাই পিছিয়ে ।আজও মেয়েদের পােশাক দিয়ে তাকে জাজ করা হয়। পিরিয়ডসের সময় তার শুদ্ধতা বিচার করা হয়। বিয়ের পর চাকরি কেন করবে তা নিয়ে প্রশ্ন তােলা হয়। এমনকি তিরিশের গণ্ডি পেরােলে কেন বিয়ে করছে না, সেটাও জানতে চাওয়া হয়। এখানে দাঁড়িয়ে মহিলা পুরােহিত নিয়ে স্টোরি করাটা চ্যালেঞ্জিং তাে বটেই।

  • তা কী কী মন্ত্র মুখস্থ ?

বিয়ে, পুজো সব মিলিয়ে কম নয়। এখনও গড়গড় করে বলে দিতেপারি। শুনবে নাকি? (হাসি)

  • সংস্কৃত কার কাছে শিখলেন?কেমন এক্সপিরিয়েন্স?

পােখরাজ চক্রবর্তী আমাকে গাইড করেছেন।সংস্কৃত বড়াে একটা সাবজেক্ট ফ্রেঞ্চ শেখার মতাে।আগে তেমন করে এই ভাষার সঙ্গেআলাপ ছিল না। এবার বন্ধুত্ব হয়ে গিযেদ্মছে।

  • ট্রেলারেএক হাতে ঘণ্টা,অন্য হাতে কখনও ধুনুচি, প্রদীপ নিয়ে আপনাকে আরতি করতে দেখা যাচ্ছে। এটা কতটা ডিফিকাল্ট ছিল?

আর বলাে না, ইটস রিয়েলি ভেরি টাফ। কী হয়,আরতি করার সময় একটা হাত ঘােরে অন্য হাত দোলে। কিন্তুআমার দুটো হাতই দুলছিল। এক থেকে দেড় মাস প্র্যাক্টিস করারপর তারপর হয়েছে (হাসি)। নিজে একবার ট্রাই করে দেখাে বুঝতেপারবে কতটা ডিফিকাল্ট। সে সময় কলকাতা-মুম্বই আমাকে অনেকবার ট্রাভেল করতে হয়েছিল। জানাে চামর, ঘণ্টা এসব আমি ব্যাগে নিয়ে ঘুরতাম, প্র্যাক্টিসের জন্য।

  • হঠাৎ করে এমন চরিত্র বেছে নেওয়ার কারণ কী?

প্রথমেই বলেছি, মেয়েদের নিয়েআমরা এখনও অনেকটাই পিছিয়ে। এই ছবিতে মাসিক’ শব্দটাআমি উচ্চারণ করেছি। স্যানিটারি ন্যাপকিন হাতে তুলে দিয়েছি, যা সমাজের জীর্ণ মানসিকতায় আঘাত করবে বলে আমার মনে হয়। তাছাড়া নারীকেন্দ্রিক সিনেমা হলেও ব্রক্ষ্মা জানেন গােপন কম্মােটি’ ছবিতে এন্টারটেনমেন্টের একটা মােড়ক আছে,যা আমার খুব পছন্দ হয়েছে।

  • সানি লিওনের সঙ্গে নেকেড টু’ করার প্ল্যানের কী হল?

অবশ্যই হবে। সানির নেকেড টু’-এর কনসেপ্টটা ভালাে লেগেছিল। কিন্তু ডেট নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তারপর আমিও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি।আসলে নেকেড টু’আমার নিজস্ব প্রােডাকশন, তাই নিজে একটু সময় না পেলে হবে না। তবে এটুকু বলতে পারি, সানি না থাকলেও নেকেড টু’ হবে।

  • টলিউডে আপনি প্রথম নায়িকা, যিনি অনুরাগ কাশ্যপ থেকে অনুষ্কা শৰ্মা, কালকি কোচলিন, আয়ুস্মান খুরানা, ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। নিজেকে কতটাস্পেশ্যাল মনে হয়?

স্পেশ্যাল করে তেমন কিছু মনে হয় না।দেখাে আমি একজন অভিনেত্রী, সেখানে দাঁড়িয়ে আমি চাই বই ইন্টারন্যাশানালি কাজ করতে। কারণ ক্ষেত্রটাঅনেক বড়াে।

  • ক্যাটরিনার সঙ্গে ফটোশুট, কাজের বাইরে কথা হত?

সি ইজ সাচ অ্যা সুইট গার্ল। শুটিংয়ের কে অনেক গল্প হয়েছে আমাদের মধ্যে। ওরথেকে জানতে পারি, ঋতুপর্ণ ঘােষেরসঙ্গে ওর নিয়মিত কথা হত। ঋতুদা নাকি ওকে নিয়ে সিনেমা তৈরি করার কথাও ভেবেছিলেন।

  • আপনার সােশ্যাল মিডিয়া পােস্টগুলি বেশ সাহসী, এই ছবিটিও একজন সাহসী মহিলার গল্প বলবে।তাে ব্যক্তিগত ভাবে ঋতাভরী কতটা সাহসী?

সাহসী কিনা বলতে পারব না। তবে আগে যা বলতে পারতাম না, সেগুলি এখন নির্দ্বিধায় বলে ফেলি। যেমন ‘ওরে মন’ আমার প্রােডিউস করা যে ফার্বেলতে পারিনি। এখন বলি।আবার আমার কাছে একটা তেলের বিজ্ঞাপন এসেছিল, স্ক্রিপ্টটা ছিল কে ছেলের বাড়ি থেকে দেখতেআসে আর মেয়ের হাতের রান্না খেয়ে বর পক্ষর মেয়েকে ভীষণ পছন্দ হয়েযায়।আমি শুনেই না করে দিয়েছিলাম। বৌ, নাকি বাড়ির রাধুনি নিতে এসেছে! আমি তাে এই কনসেপ্টটাই সমাজকে দিতেপারব না।

  • আয়ুস্মানের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন?

ওর সঙ্গে তাে আমার বন্ধুত্বই হয়ে গিয়েছে।আমরা চারদিন খুব মজা করে শুটিং করেছিলাম। মিউজিক ভিডিওর একটা সিনে তােমরা দেখবে আয়ুস্মান আমার কপালে কোয়েশ্চেন মার্ক এঁকে দিচ্ছে।ওটা স্ক্রিপ্টেড নয়।ওটা মজা করে করেছিলআয়ুস্মান, যা রেখে দেওয়া হয়।শুটিংয়েআমি সবাইকে সব প্রশ্ন করতে থাকতাম। তাই ও আমার কপালে প্রশ্নচিহ্ন এঁকে দেয়।

  • আইএসসি-তে সারা ভারতবর্ষের বাংলা ও ইতিহাসে টপার ছিলেন। ওই পথে কেন গেলেন না?

দেখাে, টপার হওয়ার আগেই আমি অভিনয় শুরু করে দিয়েছিলাম লিলিতা মানুষের কাছেএত ভালােবাসা পেয়েছিল যে ওটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না ।বলতেপারাে অভিনয়কে ভালােবেসে ফেলেছিলাম।

  • আপনার হাই প্রােফাইল লাইফস্টাইল নিয়ে টলিউডে নানান রকমের গসিপ চলে জানেন কি?

আমার সামনে কেউ বলেনি, তবে হ্যা, শুনেছি।আমি একটাই কথা বলতে পারি, আজ আমি যেখানে তারজন্য আমাকেঅনেক পরিশ্রম করতে হয়েছে। তাই আমাকে নিয়ে গসিপ না করে নিজের লাইফে এদের ফোকাস করা উচিত।

  • অনুরাগ কাশ্যপ আপনার বয়ফ্রেন্ড এই গসিপ কতটা সত্যি?

এটা যদি আমার অ্যাকচুয়াল বয়ফ্রেন্ড জানতে পারে, ভীষণ রাগ করবে । আর এ কে – কে আমি ভীষণ ভালােবাসি বন্ধু হিসাবে। ও শুধু আমার নয়, আমাদের ফ্যামিলির কাছের মানুষ। তাই ওকে নিয়ে এই গসিপটা শুনতেআমার খারাপই লাগে।

  • তাহলে ঋতাভরীর অ্যাকচুয়াল বয়ফ্রেন্ড কে ?

সেটাতাে এখন বলব না (হাসি)।

  • লাস্ট প্রশ্ন, ঋতাভরী যখন বিয়ের পিঁড়িতে বসবেন, আর বিয়ে যদি বাঙালি আচার-অনুষ্ঠান মেনে হয়, তাহলে পুরােহিত হিসাবে মহিলা, নাকি পুরুষ পুরােহিত থাকবে?

অবশ্যই মহিলা পুরােহিত।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes