jamdani

বোন ফোঁটা নিলেন সোহিনী

ভাইফোঁটায় বেশ ব্যস্ত ছিলেন টলি সেলেবরা। সবাই যে যার বোনের হাতে ফোঁটা নিয়ে আশীর্বাদ করছেন বোনেদের। কিন্তু এক্ষেত্রে ঘটল উল্টোটা। যদি ভাইয়ের মঙ্গলের জন্য ভাইকে ফোঁটা দেওয়া হয়, তবে কেন শুধু বোনেরা ফোঁটা দেবে? বোনও তো পারে আর এক বোনকে ফোঁটা দিতে? সেটাই করলেন বাঙালীর প্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।

করোনা বিধি মেনে বোন মৌ ভৌমিকের থেকে বোন ফোঁটা নিলেন সোহিনী। আশীর্বাদের থালা হাতে মৌ চন্দনের ফোঁটা দিলেন সোহিনী কে। আশীর্বাদের ধান দূর্বা ঠেকিয়ে দিলেন মাথায়। মিষ্টি, লুচি দিয়ে অ্যাপায়ন করলেন সেলেব বোন সোহিনী সরকারকে।

আমাদের এই পুরুষ তান্ত্রিক সমাজে যেখানে ছোটো ছোটো ক্ষেত্রে মেয়েদের চিরকালই দ্বিতীয় স্থানে রাখা হয়, সেক্ষেত্রে এমন ছোট ছোট পদক্ষেপ সমাজের পুরুষতান্ত্রিক মনোভাবকে পেরিয়ে অন্য ভাবে ভাবতে সাহায্য করে অনেকটা। সোহিনী সরকারের এই পদক্ষেপ সেরকমই এক সাম্যের বার্তা দিচ্ছে তার ফ্যানদের কাছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes