jamdani

‘বৈজু বাওরা’ ছবিতে রণবীর কাপুরকে নিচ্ছেন বনশালি?

তাহলে কি সিং ‘আউট’ কাপুর ‘ইন’? সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওরা’ ছবিতে রণবীর সিং নয়, বরং তাঁর পরিবর্তে অভিনয় করছেন রণবীর কাপুর। ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে আপাতত গুঞ্জন শোনা যাচ্ছে। তাহলে কি পছন্দের মানুষ রণবীর সিংয়ের সঙ্গে মন কষাকষি হল বনশালির? যে অভিনেতার সঙ্গে বিগত কয়েক বছরে পর পর কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, সেই অভিনেতাকেই বনশালি ছেঁটে ফেললেন তাঁর পরবর্তী প্রজেক্ট থেকে? তাঁর বদলে এই চরিত্র গেল রণবীর কাপুরের ঝুলিতে! এই নিয়ে চলছে বহু জল্পনা।

বনশালি আলিয়া ভাটের সঙ্গে দু’টি মোটা অঙ্কের বাজেটের ছবির ঘোষণা করেছিলেন। একটি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, আর একটি হলো ‘বৈজু বাওরা’। দুটি ছবিই পিরিয়ড ড্রামা। করোনার কোপে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিং স্থগিত রাখতে হয়েছে বনশালিকে। যার ফলে পড়ে থেকে নষ্ট হয়েছে কোটি টাকার সেট। তবে সারা দেশ আনলক হতেই নিউ নর্ম্যালে ফের কাজে যোগ দিতে চলেছেন তিনি। এসবের মাঝেই রটনা পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’তে রণবীর কাপুরকে কাস্ট করছেন তিনি। যেখানে মূল ভূমিকায় অভিনয় করার কথা ছিল রণবীর সিংয়ের।

সব ঠিক থাকলে আগামী ২০২১ সালের মাঝামাঝি শুরু হবে শুটিং। রণবীর-দীপিকা জুটিকে যেমন দর্শকের মনে গেঁথে দিয়েছেন সঞ্জয় লীলা বনশালি, এবার কি তবে আলিয়া ভাট-রণবীর কাপুর জুটিকে ইন্ডাস্ট্রির সফলতম জুটি হিসেবে দেখাতে চাইছেন পরিচালক? নাকি রণবীর কাপুরকে কাস্ট করার নেপথ্যে কাজ করল ‘আলিয়া ফ্যাক্টর’?  রণবীর সিংয়ের ডেটের সমস্যার কথাও শোনা যাচ্ছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে বনশালির ঘোষণার।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes