jamdani

বিয়ে করেই আটক কমেডিয়ান সুগন্ধা মিশ্র!

বিখ্যাত ‘দ্য কপিল শর্মা’ শো থেকেই আলাপ দুজনের। এরপর প্রেমে পড়েন সুগন্ধা মিশ্র ও সঙ্কেত ভোঁসলে। করোনার সময় পরিণতি পেল সেই সম্পর্ক। কিন্তু বিয়ে করতেই এলো বিপত্তি। কোভিড বিধি না মানার অভিযোগে আটক করা হল দ্য কপিল শর্মা শো-খ্যাত কমেডিয়ান সুগন্ধা মিশ্রকে। ভারতে যখন করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী, সেই সময় পঞ্জাব সরকারের ধার্য করা নিয়ম না মেনে কেন, বিয়ের আয়োজন করা হল, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়েন সুগন্ধা মিশ্র এবং তাঁর স্বামী সঙ্কেত ভোঁসলে।

এর সঙ্গে সঙ্গে পঞ্জাবের জলন্ধরের যে রিসর্টে তাঁদের বিয়ের আয়োজন করা হয়, সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকেও পুলিশ জবাবাদিহি চেয়েছে। সুগন্ধা মিশ্র এবং তাঁর স্বামী সঙ্কেত ভোঁসলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। সুগন্ধা মিশ্র এবং সঙ্কেত ভোঁসলে কীভাবে কোভিড বিধি অমান্য করে বিয়ের অনুষ্ঠানে লোকজন নিয়ে সামিল হন, সেই নিয়েই প্রশ্ন তোলে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় সুগন্ধার বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর পরই তাঁদের আটক করার সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্জাব পুলিশের তরফ থেকে। করোনা সংক্রমণের জেরে যখন পঞ্জাব সরকার কোনও অনুষ্ঠানেই ১০ জনের অতিথি তালিকা নির্ধারিত করে দিয়েছে, সেখানে রিসর্ট ভাড়া নিয়ে কীভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes