jamdani

বিয়ের সাজের সম্পূর্ণ সাজকথা

বিয়ে মানেই প্রচুর মেকআপ, সাজগোজ। তবে কোভিড পরিস্থিতিতে কিছুটা হলেও অনেকেরই বিয়ে পিছিয়ে গেছে। অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। কারণ তারপরেই তো রয়েছে একটা নতুন জীবনের স্বপ্ন। আর মেয়েরা বিয়ের ব্যাপারে বেশ কনজারভেটিভই হয়। বিয়েতে কিভাবে সাজবেন, কি ড্রেস পড়বেন এই নিয়ে অনেক ভাবনা থাকে।

তবে অনেকেই এখন পুরোপুরি ট্র্যাডিশনাল ব্রাইডাল লুকের পরিবর্তে বেছে নিচ্ছেন একটু স্টাইলিশ সাজ। কেউ বা বিয়ের দিন ট্র্যাডিশনাল সাজ প্রেফার করলেও বউভাত বা রিসেপশনে চাইছেন একটু অন্যরকম লুক। আর তাই আপনাদের জন্যে আজ রইল কেয়া শেঠ ব্রাইডাল স্টুডিও এবং কেয়া শেঠ এক্সক্লুসিভ-এর কমপ্লিট ব্রাইডাল সাজের হদিশ।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes