jamdani

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ

বউকে খুশি করতে একদিন হয়ে গিয়েছিলেন ডাকাত দলের সর্দার। যে সর্দার টাকা পয়সা চায় না, শুধু চায় টিভিতে মুখ দেখাতে আর বিষখ্যাত হতে। ‘বিবাহ অভিযান’-এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই বিখ্যাত ডাকাত সর্দার ওরফে অনির্বাণ ভট্টাচার্য বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। আর এই নিয়ে জোর জল্পনা টলিজগতে।
আগামী সপ্তাহে ২৬ তারিখ সেরে ফেলছেন নিজের বিবাহ অভিযান। হাজার হাজার তরুণীর হৃদয় হরণ করা টলিউডের এই এলিজেবল ব্যাচেলার বিয়ে করছেন দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী’কে। যিনি নিজেও একজন নাট্যকর্মী। মূকাভিনয় নিয়ে তাঁর বিস্তর পড়াশোনা রয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে। তাঁর বাবা পদ্মশ্রীখ‌্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। একসঙ্গে বহু নাটকে তারা কাজ করেছেন। রঙ্গমঞ্চই মিলিয়েছিল তাঁদের। এ বছরই যে গাঁটছড়া বাঁধবেন জল্পনা ছিলই। কিন্তু করোনার জন্যে সব প্ল্যান ওলোট পালট হয়।
২৬ নভেম্বর মধুরিমা-অনির্বাণ আইনি বিয়ে সারছেন বলে খবর। আগামী বৃহস্পতিবার সল্টলেকে ন‌্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes