jamdani

বিয়ে করছেন ডিসেম্বরে

চারহাত এক হওয়ার দিন ক্ষণ জানিয়ে দিলেন তাঁরাবলিউডের মােস্ট পপুলার জোড়ি রালিয়া। অর্থাৎ রণবীর কাপুর আর আলিয়া ভট্ট। আগামী ডিসেম্বরে জীবনের গাঁটছড়া বাঁধার সঙ্গে সঙ্গে তাদের একসঙ্গে প্রথম অভিনীত মুভি ‘ব্রহ্মাস্ত্রও মুক্তি পেতে চলেছে সেই সময়েই। তাই একসঙ্গে জোড়া খুশীদুই ফ্যামিলির আত্মীয়, বন্ধুবান্ধবদেরও এই সময়টা বুক রাখতে বলা হয়েছেকিছুদিন আগে আরমান জৈনের বিয়েতে এই লাভবার্ডকে দেখা গিয়েছিল একসঙ্গে। 

মহেশ ভট্ট এক সাক্ষাৎকারে রণবীর সম্পর্কে বলেন, অবশ্যই ওরা প্রেম করছেআমি রণবীরকে ভালােবাসি, এবং খুব ভালাে ছেলে। ওদের সম্পর্ককে ওরা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। 

এখন আলিয়া ব্যস্ত সঞ্জয় লীলা বনশালীর গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং এ। আরও বেশ বড়াে প্রজেক্ট রয়েছে হাতেতার মাঝেই বিয়ের সানাই। বলিউড আরও এক রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে। 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes