jamdani

বিবাহবার্ষিকীতে ঋষিকে নিয়ে নীতুর পোস্ট

বিয়ে হয়েছিল তাঁর ২২ জানুয়ারি ১৯৮০ সালে। বেঁচে থাকলে হয়তো আজ মহা ধুমধামের সঙ্গেই পালন করতেন নীতু সিং-এর সঙ্গে তাঁর ৪১ বছরের বিবাহবার্ষিকী। কিন্তু দু’বছর ধরে লিউকোমিয়ার সঙ্গে যুদ্ধ করে, গত বছরের এপ্রিল মাসে প্রয়াত হয়েছেন ‘ববি’-ছবির রোম্যান্টিক হিরো ঋষি কাপুর। ঋষি আজ নেই, সে কথা মনে করেই ৪১তম বিবাহবার্ষিকীর দিনে ঋদ্ধিমা, রণবীর কাপূরের মা নীতু তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর সঙ্গে ঋষির বেশ কিছু হৃদয়গ্রাহী ছবির পাশাপাশি ভিডিও, ঋষির নানা ছবির ক্লিপিং। সেই সঙ্গে লিখে জানিয়েছেন ছোট্ট এক অত্যন্ত স্পর্শকাতর শব্দ, ‘জাস্ট…’।

নীতু আজকে ঋষিকে নিয়ে আর কোনও শব্দ না লিখলেও, তাঁর ‘খুল্লাম খুল্লা’ বইয়ে স্ত্রী নীতুকে নিয়ে বহু কথাই লিখে গিয়েছেন ঋষি। যে লেখা থেকেই জানা যায়, ঋষির ‘ববি’ ছবির সেটেই দুজনার প্রথম দেখা। যদিও সেই সময় ঋষির প্রেম ছিল এক অন্য নারীর প্রতি। নীতু ছিলেন সেই প্রেমের ব্যাপারে ঋষির পরামর্শদাতা। পরে একসঙ্গে প্রথম ছবি ‘জহেরিলা ইন্সান’ করতে গিয়েই গড়ে ওঠে দুজনের দারুণ বন্ধুত্ব। যে বন্ধুত্বের শূন্যতা ঋষি অনুভব করেন, ‘বারুদ’ ছবির শুটিং করতে প্যারিস গিয়ে। সেই একাকিত্ব থেকেই তিনি প্রেম নিবেদন করে টেলিগ্রাম পাঠান নীতুর কাছে। পরে নীতুর বোন রীতুর চাপেই তাঁদের বিয়ে। আজকের ৪১ বছরের বিবাহবার্ষিকী।

এই উপলক্ষে ঋষি-নীতুর বিয়ের দিনের ছবি পোস্ট করে ঋত্বিক রোশনের মা পিঙ্কি রোশন আবেগের সঙ্গে লিখে জানিয়েছেন একটি লেখা। যেখানে ঋষির উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, আজকের দিনে তুমি নীতুর হাত ধরেছিলে। আমরা জানি আজও তুমি সেই হাত শক্ত করেই ধরে আছো।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes