jamdani

বিজ্ঞাপন জগতে ফের আলোড়ন, বয়কটের ডাক রণবীরকে

সুশান্ত সিং-কে বিদ্রুপ করা হয়েছে, এই অভিযোগ উঠল এক চিপস কোম্পানি এবং রণবীর সিং-এর উপর। তার জেরে বয়কটের ডাক দেওয়া হলো ব্র্যান্ডটিকে।

আসলে কি ঘটেছিল এমন?

বিজ্ঞাপনটি’তে দেখা যাচ্ছে রণবীর সিং-এর চরিত্রটিকে একটি প্রশ্ন করা হয়, যে ভবিষ্যতে তাঁর প্ল্যান কি? তার উত্তরে রণবীর বলছেন, প্যারাডক্সিকাল ফোটন, অ্যালগরিদম এবং এলিয়েনসদের কথা। এখানেই আপত্তি। নেটাগরিকদের একাংশের মনে হয়েছে, সুশান্ত সিং রাজপুতকে অপমান করা হয়েছে এই বিজ্ঞাপনে।

কারণ সকলেই জানে, মহাকাশ বিজ্ঞান এবং কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে সুশান্তের আগ্রহের কথা। এছাড়াও সুশান্তের টুইটার হ্যান্ডেলে ক্যাপশানে লেখা রয়েছে, ‘Photon in a double-slit’। এই কারণেই সুশান্তের অনুরাগীদের মনে হয়েছে বিজ্ঞাপনে ইচ্ছে করেই বিদ্রুপ করা হয়েছে। এরমধ্যেই সংস্থার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপনের ভিডিওটি ‘ডিস লাইক’ হতে শুরু করেছে। যদিও সংস্থার তরফে এখনও এবিষয়ে মুখ খোলা হয়নি।

সোশ্যাল মিডিয়ায়, বয়কটের ডাক দেওয়া হয়েছে চিপসের ব্র্যান্ডটিকে। একজন লিখেছেন, ‘সুশান্তকে সকলে ভালোবাসে তাই রণবীরের হিংসে হচ্ছে’। আবার কেউ রণবীরকে ‘মিস্টার কার্টুন’ বলেও কটাক্ষ করতে ছাড়েননি। কেউ আবার লিখেছেন, ‘রণবীরের পক্ষে ফোটন বোঝা সম্ভব নয়, তার জন্য সুশান্তের মত জিনিয়াস হতে হয়।’

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes