jamdani

বাস্তু মতে বাড়িতে আনুন নতুন অতিথি

বাস্তু মতে সব ধরনের প্রাণীকে বাড়িকে রাখা যায় না। কারণ এক একটি প্রাণী পরিবারের অন্দরে যেমন শুভ শক্তির বিকাশ ঘটায়, তেমনি এমনও কিছু প্রাণী আছে যাদের সঙ্গে খারাপ ভাগ্যের যোগ থাকে। ফলে এদেরকে বাড়িতে আনলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়। তাই কোন কোন প্রাণীকে বাড়িতে আনলে শুভ শক্তির বিকাশ ঘটবে, সে সম্পর্কে জেনে নেওয়াটা জরুরি। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন প্রাণীকে বাড়িতে রাখা যাবে।
• পায়রা
অর্থনৈতিক সমৃদ্ধির সাক্ষী যদি থাকতে চান, তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন জোড়া পায়রা। কারণ বাস্তুশাস্ত্রে এমনটা বিশ্বাস করা হয় যে এই পাখিটিকে বাড়িতে রাখলে পারিবারের অন্দরে অশান্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে অর্থনৈতিক নানাবিধ সমস্যাও কমতে শুরু করে।
• মাছ
বাস্তু শাস্ত্রের উপর লেখা একাধিক বইতে এমনটা উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে মাছ পুষলে খারাপ শক্তি গৃহস্তের অন্দরে প্রবেশ করতে পারে না। ফলে ব্যাডলাক সঙ্গ ছাড়তে সময় লাগে না। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে যেসব মাছ বেজায় ছটফটে, যেমন গোল্ড ফিশ, তেমন মাছ বাড়িতে এনে রাখলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে স্ট্রেস লেভেলও কমতে শুরু করে।
• খরগোস
এই প্রাণীটির বাড়িতে থাকা বেজায় শুভ! শুধু তাই নয়, বাস্তু মতে বাড়িতে খরগোস পুষলে সেই পরিবারে সুখ-সমৃদ্ধি রোজের সঙ্গী হয়। সেই সঙ্গে পরিবারে কারও থাইরয়েডের সমস্যা থাকলে তাও কমতে শুরু করে।
• কুকুর
পোষ্য হিসেবে এই প্রাণীটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। কারণ পরিবারকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সুখ-সমৃদ্ধির আগমণ ঘটাতে এই প্রাণীটির কোনও বিকল্প নেই বললেই চলে। তবে এখানেই শেষ নয়। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে কুকুরের গায়ে থাকা বেশ কিছু ব্যাকটেরিয়া মানব শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা শক্তিশালী করে তোলে যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes