jamdani

বাবা কি অ্যাস্ট্রোনট!

কতদিন আর সব স্তব্ধ হয়ে থাকবে। আস্তে আস্তে সবাইকে আবার ফিরতে হবে নরমাল জীবনে। করােনা নিয়েই যে চলতে হবে, তাঁর কথা বলেই দিয়েছেন। বিশেষজ্ঞেরা। তাই এবার খেল জগতেও এলাে নতুন পরিবর্তন। আমিরশাহিতে আইপিএল খেলতে সপরিবারে রওনা দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রােহিত শর্মা। মরুশহরে আইপিএল খেলতে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে সপরিবারে দেখা গেল হিটম্যানকে। আর সেখানে পিপিই কিট পরে রীতিমতাে অ্যাস্ট্রোনটের মতাে দেখাচ্ছিল রােহিত-রীতিকাকে। বাবা-মাকে এমন সাজে দেখে অবাক সামাইরা। চোখে হাজারও প্রশ্ন।

রােহিতের মেয়ে সামাইরার এটা দ্বিতীয় আইপিএল। গতবছর সামাইরার জন্মের পরেই আইপিএল-এ চ্যাম্পিয়ন হযেছিল রােহিতের মুম্বাই। ছােট্ট মেয়েকে নিয়ে মাঠে ঘুরেছিলেন হিটম্যান। মুম্বাই ইন্ডিয়ান্স এর পােস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছে, আমিরশাহি উড়ে যাবার আগে রােহিতের মেয়ে সামাইরা হিটম্যান-এর কিট ব্যাগ গুছিয়ে দিচ্ছে। নেট দুনিয়ায় সেই ছবি রীতিমতাে ভাইরাল হয়ে গিয়েছে। আবুধাবিতে পোঁছে টিম মুম্বাই ইন্ডিয়ান্স আপাতত ৬ দিনের কোরেন্টিনে। এবার মরুশহরে ক্রিকেটারদের পরিবারকেও সুরক্ষা নীতি মেনে চলতে হবে। এই ছয় দিনে তিনবার কোভিড পরীক্ষা করা হবে, সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা।। https://www.instagram.com/p/CE18FY9MBfa/?utm source=ig web button share sheet

ছবি- টুইটার

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes