jamdani

বাতিল বচ্চন পরিবার এবং একতা কাপুরের দিওয়ালি পার্টি

এ বছর বিষের গেরোয় কেড়ে নিল প্রায় অনেক কিছুই। সারা বিশ্ব জেরবার করোনার প্রকোপে। তার জের পড়েছে সর্বত্র। এমনকি উৎসবেও। বলিউডের
সবথেকে বড়ো ফ্যামিলি বিগ বি-র তরফ থেকে জানানো হলো, এ বছর আর দিওয়ালির পার্টি তাঁরা করছেন না। করোনার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। আর সেই কথা মাথায় রেখেই পার্টির প্ল্যান ক্যান্সেল করে দিলেন বচ্চন পরিবার।

দিওয়ালি মানেই আলোর উৎসব। আর এই উৎসবে বলিউডের নামীদামী তারকারা এসে হাজির হন বচ্চন হাউজে। এদিকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিগ বি, অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা করোনা আক্রান্ত হয়েছিলেন। টানা কুড়ি দিন কাটাতে হয়েছিল হসপিটালে। যার ফলে পরিবারের ওপর দিয়ে এক ঝড় বয়ে গিয়েছে প্রায়।

রিপোর্ট অনুযায়ী ‘জলসায়’ প্রতি বছরই দিওয়ালিতে বসে চাঁদের হাট। অন্ধকারকে দূর করে আলোকে বরণ করে নেওয়ার উৎসবে শামিল হন সকলেই। করোনার জরুরি অবস্থার কথা মাথায় রেখে এবং অভিনেতা ঋষি কাপুরের প্রয়ানে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বচ্চন পরিবারের তরফে। এইবছর ইরফান খান, সুশান্ত সিং রাজপুত সহ একাধিক বলিউড তারকার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। তাই পার্টি থেকে এ বছর দূরে থাকছে বচ্চন পরিবার।

অন্যদিকে শুধুমাত্র বচ্চন পরিবারই নয় এমনকি একতা কাপুরও এবছর দিওয়ালি পার্টির পক্ষপাতি নয়। তিনিও এবছর দিওয়ালিতে রাখছেন না কোনও পার্টি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes