jamdani

বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি বাংলায়

নিষেধাজ্ঞা জারি করা হলো বাজি পোড়ানো নিয়ে। রাজ্যের কোভিড পরিস্থিতিতে কালীপুজো থেকে ছটপুজো অবধি বাজি পোড়ানো যাবে না। এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আদালতের নির্দেশ কার্যকর করার জন্য পুলিশকে এই বিষয়ে দেখাশোনা করতে হবে।

ছোট মন্ডপের পাঁচ মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড। দুর্গাপুজোয় যেমন নো এন্ট্রি জোন করা হয়েছিল, তেমনই কালীপুজোর ক্ষেত্রেও থাকবে। ৩০০ বর্গমিটারের চেয়ে বড়ো মণ্ডপে ৪৫ জন থাকতে পারবে। ঢাকিরা ঢাক বাজাবেন এই দূরত্বের মধ্যে।

আদালতের আরও নির্দেশ বিসর্জনে কম লোক নিয়ে যেতে হবে। কোনওভাবেই ভিড় করা যাবে না। মাস্ক ও স্যানিটাইজার অনিবার্য।
বাজি পোড়ালে দূষণের মাত্রা বেড়ে যায়। বাতাসে কার্বনডা অক্সাইডের মাত্রা ভীষণভাবে বেড়ে যায়। তাই কোভিড পরিস্থিতিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল আদালত।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes