jamdani

বলিউডের গ্রীক গড কি এবার পাড়ি দেবেন হলিউডে?

বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক, এক কথায় যাকে বলা হয় গ্রীক গড। এবার কি তবে হলিউডে পা রাখতে চলেছেন হৃত্বিক রোশন। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, হলিউডের স্পাই থ্রিলার-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। অডিশন দেওয়া হয়ে গেছে।

দু’সপ্তাহ আগে অডিশনের ক্লিপ পাঠিয়েছিলেন লস এঞ্জেলসে। আর সব ঠিক থাকলে হলিউড পাড়ি দেবেন ‘কৃশ ৪’-এর শুটিং শেষ করে। তবে এ ব্যাপারে হৃত্বিক রোশন কিংবা তাঁর টিম কেউই কোনও কথা বলছেন না। মার্কিন সংস্থা গার্শের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হৃত্বিক, এমনটাই খবর।

হৃত্বিকের ম্যানেজার অমৃতা সেন জানিয়েছেন, ‘হৃত্বিক সবসময়েই নিজের ক্ষেত্র থেকে বেরিয়ে কাজ করতে ভালবাসেন। নতুন কিছু করার ইচ্ছে তাঁর মনের মধ্যে সবসময় ঘোরে। গার্শের সঙ্গে হাত মিলিয়ে আমরা ভারতীয় ছবির পরিসরটা আরও বাড়াতে পারব বলে আশা করছি।’‌

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes