আর মাত্র কিছুদিন। শীতের আমেজে সম্প্রীতির এক নিদর্শন বয়ে আনে হিমেল হাওয়া। ঝিরিঝিরি হাওয়া পাতায় কঁপন লাগায়। আর মনের ভেতর কেউ গেয়ে ওঠে ক্রিসমাস ক্যারল। বড়দিনের কেকটা যে চাইই। যীশুখ্রীষ্টের জন্মদিবস। গীর্জার প্রেয়ারে নেমে আসে অপার শান্তি। অধুনা বাংলায় সবাই মেতে ওঠেন বড়দিন পালনে। রইল বড়দিন নিয়ে জানা অজানা তথ্য।
যীশু খ্রিস্টের জন্মদিন বা ক্রিসমাস কথাটি এসেছে মাস অফ ক্রাইস্ট থেকে। প্রথা অনুযায়ী এই মাস এর সময়সীমা সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে। তাই প্রার্থনা শুরু হয় রাত ১২টা থেকে। সেই থেকে ক্রিসমাস পালন শুরু হয়। প্রামাণ্য তথ্য অনুযায়ী প্রথম ক্রিসমাস পালন করা হয়েছিল ৩৩৬ খ্রীষ্টাব্দে।
ক্রিসমাস মিথ
ক্রিসমাস ট্রুস
প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানব সমাজের এক অন্ধকার সময়। অনুমান করা হয় ১৭ থেকে ৪০ মিলিয়ন লােক এই সময় মারা গিয়েছিল। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেও ১৯১৪ সালে ক্রিসমাসে মানব ভ্রাতৃত্ব ও মমত্ববােধের এক অনুপ্রেরণামূলক ফুটবল ম্যাচের আয়ােজন করা হয়। কিছু সৈন্য ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে অন্য পক্ষের প্রতিশােধ গ্রহণ করেছিল। বিনিময় হয়েছিল সিগারেট ও স্মরণিকা।
হ্যাটবক্স বেবি
১৯৩৩ সালের ক্রিসমাস ইভে এড এবং জুলিয়া স্টুয়ার্ট বাড়ি ফেরার পথে এক হ্যাটবক্সের ভেতর ফুটফুটে বাচ্চাকে পেলেন। তাঁরা তাকে দত্তক নিয়ে নিলেন। বাচ্চার শরীর একদম সুস্থ ছিল। ক্রিসমাস ইভে পাওয়া বলে সেই বাচ্চা হ্যাটবক্স বেবি নামে পরিচিত হয়ে ওঠে।
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...