jamdani

বড়দিনের অজানা কথা

আর মাত্র কিছুদিন। শীতের আমেজে সম্প্রীতির এক নিদর্শন বয়ে আনে হিমেল হাওয়া। ঝিরিঝিরি হাওয়া পাতায় কঁপন লাগায়। আর মনের ভেতর কেউ গেয়ে ওঠে ক্রিসমাস ক্যারল। বড়দিনের কেকটা যে চাইই। যীশুখ্রীষ্টের জন্মদিবস। গীর্জার প্রেয়ারে নেমে আসে অপার শান্তি। অধুনা বাংলায় সবাই মেতে ওঠেন বড়দিন পালনে। রইল বড়দিন নিয়ে জানা অজানা তথ্য।

যীশু খ্রিস্টের জন্মদিন বা ক্রিসমাস কথাটি এসেছে মাস অফ ক্রাইস্ট থেকে। প্রথা অনুযায়ী এই মাস এর সময়সীমা সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে। তাই প্রার্থনা শুরু হয় রাত ১২টা থেকে। সেই থেকে ক্রিসমাস পালন শুরু হয়। প্রামাণ্য তথ্য অনুযায়ী প্রথম ক্রিসমাস পালন করা হয়েছিল ৩৩৬ খ্রীষ্টাব্দে।

ক্রিসমাস মিথ

  • প্রাচীন কিংবদন্তি অনুসারে ২৫ শে মার্চ মেরি একটি দৈববাণী পান যে তার কোল আলাে করে এক আশ্চর্য শিশু জন্মাবে। ২৫ শে মার্চের নয় মাস পর ২৫ শে ডিসেম্বর।
  • প্রাচীন প্রবাদ আছে ২৫ শে ডিসেম্বর-এ বড়দিন ধার্য করার আরও একটি তাৎপর্য হল ওই সময় প্রাচীন উৎসব উইন্টার সলস্টিসে এবং প্যাগানদের শীত উৎসব স্যাটারনালিয়া। উইন্টার সলস্টিসের কিছু প্রথা পরে ক্রিসমাস ক্যারােলে যুক্ত হয়।
  • ক্রিসমাস ট্রি’র কথা বলতেই হয়। প্যাগান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করতেন ফার ট্রি বসন্তের আগমন ঘােষণা করে। আবার রােমানরা ফার গাছ সাজাতেন কারণ শস্যের ঈশ্বরকে সন্তুষ্ট রাখার জন্য। তালিন, এস্তোনিয়া, রিগা আর ল্যাটভিয়া প্রথম ক্রিসমাস ট্রির জন্য প্রসিদ্ধ।

  • ক্রিসমাস ট্রি- তে তারা আর আলাের প্রচলণ শুরু করেন মার্টিন লুথার। কথিত আছে এক রাতে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে প্রচুর ফার গাছের সারির মাঝ থেকে আকাশে অজস্র তারার অপার্থিব দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে বাড়ি ফিরে ফার গাছে জ্বলন্ত মােমবাতি লাগান।
  • সান্তাক্লজ অর্থাৎ সাদা দাড়ি আর ঝােলা নিয়ে যিনি ইচ্ছে পূরণ করেন। তাঁর অন্য নাম সেন্ট নিকোলাস। আবির্ভাব ২৮০ খ্রীষ্টাব্দে। একজন সাধু, যিনি বাচ্চাদের জন্য উপহার আনতেন। তাঁকে নিয়ে একটা প্রবাদ আছে যে, একবার তিনি তিনটি বাচ্চা মেয়েকে ক্রীতদাসী হওয়ার হাত থেকে বাঁচান।

  • ২০০৯ এর এক ক্রিসমাস ইভে মাইক নামে জনৈক ব্যক্তির স্ত্রীর প্রসব যন্ত্রণা হলে, মাইক তাকে পাশের নার্সিংহােমে ভর্তি করেন। বাচ্চার শারীরিক অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। মাইকের কোলে যখন বাচ্চাটি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সেই সময় ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ আলােয় ভরে ওঠে চারপাশ আর বাচ্চাটির দেহে আস্তে আস্তে প্রাণ ফিরে আসে।

ক্রিসমাস ট্রুস

প্রথম বিশ্বযুদ্ধ ছিল মানব সমাজের এক অন্ধকার সময়। অনুমান করা হয় ১৭ থেকে ৪০ মিলিয়ন লােক এই সময় মারা গিয়েছিল। যুদ্ধের এই ভয়াবহতার মধ্যেও ১৯১৪ সালে ক্রিসমাসে মানব ভ্রাতৃত্ব ও মমত্ববােধের এক অনুপ্রেরণামূলক ফুটবল ম্যাচের আয়ােজন করা হয়। কিছু সৈন্য ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে অন্য পক্ষের প্রতিশােধ গ্রহণ করেছিল। বিনিময় হয়েছিল সিগারেট ও স্মরণিকা।

হ্যাটবক্স বেবি

১৯৩৩ সালের ক্রিসমাস ইভে এড এবং জুলিয়া স্টুয়ার্ট বাড়ি ফেরার পথে এক হ্যাটবক্সের ভেতর ফুটফুটে বাচ্চাকে পেলেন। তাঁরা তাকে দত্তক নিয়ে নিলেন। বাচ্চার শরীর একদম সুস্থ ছিল। ক্রিসমাস ইভে পাওয়া বলে সেই বাচ্চা হ্যাটবক্স বেবি নামে পরিচিত হয়ে ওঠে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes