jamdani

বছরের প্রথম বিয়ের সানাই বলিউডে

আর দেরি নয়। বছরের শুরুতেই এবার বিয়েটা সেরে ফেলতে চলেছেন ‘কুলি নাম্বার ওয়ান’-হিরো বরুণ ধাওয়ান। তাঁর বহু বছরের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে। পেশায় ফ্যাশন ডিজাইনার যে নাতাশার সঙ্গে ৩৩ বছর বয়সী বরুণের প্রেম, তাঁর হিরো হয়ে ওঠার আগে থাকতেই। ২০১২ সালে মুক্তি পাওয়া কেরিয়ারের প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এরও বহু আগে থেকে। প্রেমিক-যুগলে এর আগে ঠিক করেছিলেন, বিয়েটা তাঁরা সেরে ফেলবেন গত বছরের মে মাসে। ভিয়েতনাম গিয়ে। কিন্তু সেই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় করোনা-সংক্রমণ। চারদিকের লকডাউন। আজ যা কিছুটা স্থিথিল হতেই, মিয়াঁ-বিবি ঠিক করেছেন আর দেরি না করে, বছর শুরুর মাসেই বলিউডের প্রথম বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। সেই মতো ধাওয়ান-দালাল পরিবার এক হওয়ায়, ২৪ জানুয়ারি রবিবার সন্ধেতেই চার হাত এক করতে চলেছেন বরুণ-নাতাশা। সেই উপলক্ষে ইতিমধ্যেই ধাওয়ান-বাড়ি থেকে চুন্নি ছাদনা অনুষ্ঠান ঘিরে আলিবাগের দালাল বাড়িতে পৌছে গিয়েছে গয়না, মিষ্টি, নানা উপহার, রংবাহারি লহেঙ্গা-শাড়ি। জানা গিয়েছে সঙ্গীত সেরিমনি উপলক্ষে যেখানে নেচে আসর জমাতে চলেছেন অর্জুন কাপুর, জাহ্নবী কাপুরের সঙ্গে বরুণ-নাতাশার বন্ধুরা।

বলিউডের বহু হিন্দি হিট ছবির প্রযোজক-পরিচালক ডেভিড ধাওয়ানের পুত্র বরুণের এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই বেশ সরগরম বলিউড। শোনা যাচ্ছে, করোনার কারণে ২২ জানুয়ারি শুক্রবার মুম্বইয়ে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হিন্দু রীতি মেনে কিছুটা জমক-ভিড় এড়িয়েই নাকি বিয়ের অনুষ্ঠান সারতে চলেছেন বরুণ। বিয়েতে নাতাশা অন্য নামী ডিজাইনারের পোশাকে না সেজে, নিজের নকশার ড্রেস পরলেও, বরুণ নাকি পরতে চলেছেন ডিজাইনার অক্ষয় ত্যাগীর ডিজাইন করা পোশাক।

তবে ‘যুগ যুগ জিও’-হিরো বরুণ যতই অল্প অতিথির ভিড়ে বছর শুরুর বিয়েটা করুন না কেন, তাঁর বন্ধু সূত্রেই জানা যাচ্ছে সেই বিয়ে বাসর আলোকিত করতে আসতে পারেন নাকি শাহরুখ খান, সলমন খান, সারা আলি খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কিয়ারা আদবানির মতো বহু তারকারা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes