jamdani

ফ্যাশন At 40

40এর কোঠায় পা রাখার পরে অনেক ক্ষেত্রেই বিশেষ করে মহিলাদের চেহারা বা ফিগারে আসে বিশেষ কিছু পরিবর্তনবয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কমে আসে শরীরের ক্যালােরি বার্নিং রেট আর তারই ফলস্বরূপ চেহারা ভারী হয়বিভিন্ন হরমােনাল পরিবর্তনের জন্যেও 40এর পরে ফিগারে আসে বিভিন্ন চেঞ্জেস। তবে চেহারা ভারী হলেও, সঠিক ফ্যাশন বেছে নিয়ে চল্লিশেও আপনি হতে পারেন স্টাইল ডিভা। কীভাবে বাছবেন আপনার ফিগার অনুযায়ী পােশাক, দিচ্ছি সেই গাইডলাইন্সের প্রথম পর্ব। 

বটম হেভি ফিগার 

  • বটম হেভি ফিগার ব্যালান্স করার জন্য সিলেক্ট করুন ফ্ল্যাটারিং নেকলাইনের টপটারটেল নেক, ওপেন কলার, ডিপ ‘Vনেক বা বােট নেক টপ বেছে নিন
  • ভার্টিকাল স্ট্রাইপস পােলকা ডটস বা প্রিন্টেড টপও এই চেহারায় মানাবে ভালাে
  • বটম ওয়ারের ক্ষেত্রে প্রেফার করুন ওয়েল ফিটেড, সলিড কালারের জিন্স বা জেগিন্স
  • ড্রেসের ক্ষেত্রে এমন ফিট পিক করুন, যা ওয়েস্টের কাছে চাপা আর হিপ থাই সেকশনে ফ্লেয়ারড। স্লিভলেস বা স্ট্র্যাপলেস ড্রেস এই ফিগারের জন্য পারফেক্ট। 
  • লং জ্যাকেটের পরিবর্তে বেছে নিন শর্ট জ্যাকেট, যার লেন্থ ওয়েস্টলাইনের সমান বা কম। 
  • নীচের দিকে ফ্লেয়ারড, বুট কাট জিন্স বটম হেভি ফিগারে ব্যালেন্স আনেপরুন লম্বা, ফুল লেগ কভারিং জিন্স। 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes