jamdani

ফ্যাশনেবল লিনেন শাড়ির যত্ন নেবেন কীভাবে?

আমাদের দৈনন্দিন জীবনে সবসময়ে শাড়ি পরা না হলেও যে-কোনও অনুষ্ঠানে আমরা বাঙালি মেয়েরা কিন্তু শাড়ি পরতেই বেশি পছন্দ করি। শাড়ি পরলে দেখতে তো ভাল লাগেই আর নানারকম স্টাইলও করা যায়। আর তাছাড়াও আমাদের বঙ্গদেশেই কত রকমের শাড়ি রয়েছে বলুন তো? তাঁত, ঢাকাই, বালুচরি, গরদ, তসর, কাঁথা, লিনেন, হাতে বোনা শাড়ি – নাম বলে শেষ করা যাবে না। কিন্তু বেশিরভাগ সময়েই আমরা যে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিই না সেটা হল শাড়ির যত্ন নেওয়া। দামি শাড়ি বেশিরভাগ সময়েই আমরা লন্ড্রিতে পাঠিয়ে দিয়েই নিশ্চিন্ত থাকি। কিন্তু লন্ড্রি থেকে তো না হয় শুধু শাড়িটা কেচে পরিষ্কার হয়ে এল, এরপর বাকি যত্নের কী হবে ? আর আপনি কি জানেন, এক-এক রকমের শাড়ির যত্ন এক-এক ভাবে নিতে হয়? অর্থাৎ যেভাবে আপনি তাঁতের শাড়ির যত্ন নেবেন, সেভাবে কখনওই আপনার জামদানী শাড়িটির যত্ন নিতে পারেন না। আজ আপনাদের জন্য রইল লিনেন শাড়ির যত্ন কীভাবে নেবেন।

লিনেন শাড়ির একটা বৈশিষ্ট্য হলো, এই শাড়ি বেশ শক্তপোক্ত এবং এর ন্যাচরাল ফেব্রিক শাড়িকে অনেকবছর ধরে ঠিক রাখে। লিনেন শাড়ি পরাটাও বেশ আরামদায়ক তাই। কারণ এর ফ্লোয়ি এবং নরম সুতো কমফর্টেবল রাখতে সাহায্য করে। লিনেন শাড়ির আসল শক্তিই হলো তার প্রাকৃতিক ফেব্রিক।

তবে সুন্দর লিনেন শাড়ি ঠিক মতো না ব্যবহার করলে টর্ন হয়ে যায় খুব তাড়াতাড়ি। শাড়ি পরা এবং শাড়ির যত্ন রাখাটা তাই খুব ইম্পর্ট্যান্ট। প্রপারভাবে ধোয়াটাও জরুরী এক্ষেত্রে।

কটন, খাদি কিম্বা সিল্কের চেয়ে লিনেন শাড়ি একটু আলাদা। এর মধ্যে ফেব্রিকের ইউনিক লুক এবং ফিল আপনাকে সবসময় অন্য চমক এনে দেয়। এখানে লিনেনের সঙ্গে ব্লেন্ড করে আরো বেশ কিছু ব্র্যান্ড এবং ডিজাইনও পাওয়া যায়। তাই আপনি যখন লিনেন শাড়ি কিনতে যাবেন, অবশ্যই খেয়াল রাখবেন এটির ব্যবহার এবং ধোয়ার ব্যাপারটাও। ম্যানুফ্যাকচারিং ডিটেলস লক্ষ্য রাখবেন সবসময়।

লিনেন শাড়ি ধোয়ার সময় অবশ্যই আলাদা মাইল্ড ডিটারজেন্ট দিয়েই ধোবেন। সাধারণ জল ব্যবহার করবেন ধোয়ার সময়। ডিটারজেন্ট দিয়ে ধোয়ার আগে, ১০-১৫ মিনিট রক সল্ট দিয়ে ভিজিয়ে রাখবেন(যদি শাড়িটি উজ্জ্বল রঙের হয়)। এতে আপনার শাড়ির রঙ ফিকে হয়ে যাবে না।

ভেজা অবস্থায় শাড়ি কখনোই স্কুইজ বা টুইস্ট করবেন না। ভেজা অবস্থায় লিনেনের ফাইবার স্ট্রেচ করলে শাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লিনেন শাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই চেষ্টা করবেন র‍্যাকের মধ্যে সাধারণ আবহাওয়ায় শোকাতে। এতে ফেব্রিক ভালো থাকবে।

লিনেন শাড়ি সরাসরি সূর্যের আলোয় শোকাবেন না। এতে শাড়ির মধ্যে ব্লিচিং এফেক্ট আসবে না। আর শাড়ির রঙও ভালো থাকবে।

লিনেন শাড়ি ইস্ত্রি করবার সময় একটু ভালো ভাবে লক্ষ্য রাখবেন। আর কখনই লিনেন শাড়িতে স্টার্চ জাতীয় জিনিস দেবেন না। এতে লিনেন শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। শাড়ির ফেব্রিক নষ্ট হয়ে গেলে ন্যাচারাল সফটনেস চলে যেতে পারে এবং শাড়ি স্টিফ হয়ে যাবে।

লিনেন শাড়ির টেকসই নির্ভর করে এর স্ট্রেচেবলিটির উপর। তাই লিনেন শাড়িকে ফোল্ড করবেন না কখনই। ভাঁজে ভাঁজ পরতে পরতে শাড়িতে পার্মানেন্ট ড্যামেজ এসে যায় এবং শাড়ির ফেব্রিক ক্ষয়ে যেতে থাকে। তাই লিনেন শাড়ি হালকা ভাঁজ করে ওয়ার্ডরোবে রাখুন।

শাড়ি এমন জায়গায় রাখুন যেখানে ড্যামভাব না থাকে। এমনকি সরাসরি সূর্যের আলো এসে না পৌঁছয়। সূর্যের ইউভি রে শাড়ির ক্ষতি করে অনেকটাই। শাড়ির মধ্যে থাকা ময়শ্চার ২০ শতাংশ অ্যাবসর্ব করে নিতে পারে সূর্যরশ্মি। তাই শাড়ি রাখার জন্যে উপযুক্ত জায়গা বেছে নিন।

লিনেন শাড়ি কমফর্ট পোশাকের মধ্যে একটি। লিনেনের নিজস্ব একটি ঐতিহ্য আছে, সৌন্দর্য আছে। এটি কিন্তু সূর্যের ইউভি রশ্মি থেকে আমাদের ত্বককেও রক্ষা করে এবং মাইনর ইনফেকশন থেকে বাঁচায়। তাই আপনার ওয়ার্ডরোব কালেকশনকে ভালো রাখতে এবং নিজেকে সুন্দর রাখতে লিনেন বেছে নিতে পারেন সবসময়। আর খুব বেশি চিন্তার কারণ নেই, যদি বেছে নিতেই হয় নিজের পছন্দের লিনেন তাহলে কেয়া শেঠ এক্সক্লুসিভ-এর লিনেন কালেকশন তো রইলই আপনার জন্যে খোলা। অনলাইন-এ বেছে নিতে পারেন আপনার পছন্দের শাড়িটি।

keyasethexclusive.com

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes