jamdani

‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ীর স্ত্রীকে চেনেন, যিনি রোম্যান্স করেছেন ঋত্বিক-অজয়-ববির সঙ্গে!

অভিনয় জগতে দুঁদে অভিনেতা তিনি। সে নিয়ে কোনও সন্দেহ নেই কারোর। মনোজ বাজপেয়ী এমন একজন অভিনেতা যিনি চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে পারেন। অন্য দিকে নতুন ওয়েব সিরিজের টাইটেলের মতোই তাঁর রোজকার বাস্তব জীবন। মনোজ নিজেও একদম ‘ফ্যামিলি ম্যান’। ২০০৬ সালে অভিনেত্রী শাবানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এক কন্যা সন্তানও রয়েছে তাঁদের। নাম আভা নায়লা।

কিন্তু অনেকেই জানেন না যে, মনোজ বাজপেয়ীর স্ত্রী শাবানা, নেহা নামে পরিচিত। তিনি ৯০-এর দশকে এবং ২০০০ সালের প্রথম দিকে পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। নেহার প্রথম অভিনয় বিধু বিনোদ চোপড়ার ‘করীব’ ছবিতে (১৯৯৮) ববি দেওলের বিপরীতে।

এছাড়া অজয় দেবগনের বিপরীতে ‘হোগী পেয়ার কী জিৎ’-এ অভিনয় করেছিলেন শাবানা। ২০০০ সালে, তিনি ‘ফিজা’ ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে অন স্ক্রিন রোম্যান্সও করেন তিনি।

মনোজ বাজপেয়ীর সঙ্গে তাঁর আলাপ কীভাবে হয়েছিল? শাবানা জানান ‘মনোজ এবং সে অনেকদিন থেকে একসঙ্গে আছি। দুজনের দেখা হয় ‘করীব’-এর ঠিক পরে। ‘করীব’ এবং ‘সত্য’ একই মাসে মুক্তি পেয়েছিল। এরপর মনোজ এবং আমি একে অপরকে বুঝতে শুরু করি। তবে আমরা কখনোই আমাদের রিল এবং রিয়েল লাইফ মেশাই না। আমাদের মধ্যে এক স্বাস্থ্যকর সম্পর্ক রয়েছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes