পুজোর সকালের ফ্যাশন হােক নজর কাড়া কিন্তু কমফর্টেবল। তাই বেছে নিন ন্যাচারাল ফ্যাব্রিক উইথ ডিজাইনার টাচ। কমফর্টেবল, ফ্লোয়ি কটন এবং লিনেনের ব্রাইট কিন্তু সুদিং ট্র্যাডিশনাল পােশাকে ক্রিয়েট করুন আপনার নিজস্ব ফেস্টিভ স্টাইল স্টেটমেন্ট।
ইক্কতের টোন অন টোন শাড়িতে ব্রাইট ডিজাইনার বর্ডার। অফ শােল্ডার হ্যান্ড এমব্রয়ডারি করা ডিজাইনার ব্লাউজ।
লিনেনের পাঞ্জাবির ইয়ক এবং হাতে ইনট্রিকেট হ্যান্ড এমব্রয়ডারি। রয়েছে ফ্লোরাল টাচ।
ফ্লোরাল বর্ডারের অরেঞ্জ শাড়ির সাথে পেয়ার করা হয়েছে গর্জাস গ্রিন স্টেটমেন্ট ব্লাউজ যা পারফেক্টলি কমপ্লিমেন্ট করছে ডিজাইনার হ্যান্ড এমব্রয়ডারি করা গ্রিন পাঞ্জাবিকে।
লিনেনের মিরর বর্ডার শাড়ি। কুঁচিতে ব্রাইট কনট্রাস্ট টোন।
মডেল: অভিরূপ, রূপম, রেশমী, সৃজলা, অনামিকা
ছবি: তথাগত
পোশাকঃ কেয়া শেঠ এক্সক্লুসিভ
ফোনঃ ০৩৩-৪০৬৫-৫০৬