jamdani

ফের বড় পর্দায় রিলিজ কেদারনাথ-সহ বিগ বাজেট মুভি !

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার শেষ। খুলতে চলেছে সিনেমা হলের দরজা। আগামী ১৫ অক্টোবর সিনেমা হল, থিয়েটার খুলতে চলেছে। তবে অবশ্যই মানতে হবে করোনা সম্মত বিধি নিষেধ। এই কথা কয়েক দিন আগেই টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনযাপন স্বাভাবিক করতে নিঃসন্দেহে এটি একটি বড়ো উদ্যোগ।

অনেক বড়ো বড়ো বাজেটের ছবি এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। যার মধ্যে ৬টি ছবি আবার রিলিজ হবে বড়ো পর্দায়। সুশান্তকে মনে করে ফ্যানেদের জন্যে মুক্তি পাচ্ছে কেদারনাথও। এছাড়া তানাজী, শুভ মঙ্গল য্যায়াদা সাবধান, থাপ্পড়, মালাঙ্গ ও ওয়ার ছবিটি। বুধবার বলিউডের ট্রেড অ্যানালিস্ট ও ক্রিটিক তরণ আদর্শ এই খবর টুইট করেছেন।

 


লকডাউন পর্বেও মুক্তি পেয়েছিল অনেক বড়ো বড়ো ছবিই। যার মধ্যে রয়েছে গুলাবো সিতাবো, শকুন্তলা দেবী, গুঞ্জন সাক্সেনা, খুদা হাফিজ, সড়ক ২ ও দিল বেচারা। তবে এগুলো বড়ো পর্দায় মুক্তি পাবে কিনা জানা যায়নি। প্রায় সাত মাস পর ১৫ অক্টোবর সারাদেশ জুড়ে খুলে যাচ্ছে সিনেমা হল। যদিও বলা হচ্ছে ৫০ শতাংশ দর্শক নিয়ে ছবি দেখানো হবে। এছাড়াও নরেন্দ্র মোদীর বায়োপিকও এদিন ফের মুক্তি পাবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes