jamdani

ফের একবার রূপঙ্করের সঙ্গে গলা মেলাচ্ছেন রাণু মণ্ডল

মিউজিক সেনসেশন, সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া রাণূ মণ্ডল এবার গান গাইছেন রূপঙ্কর বাগচির সঙ্গে। ডিজিটাল কনসার্টের মাধ্যমে এবার সামনে আসছেন তিনি। সমাজকর্মী অতীন্দ্রর একটা ভিডিও তাঁকে বানিয়ে দিয়েছিল পপুলার। একটা ভিডিওয় দেখা যাচ্ছে লাল পাড় সাদা সিল্কের শাড়িতে। দর্শকদের তিনি অনুষ্ঠান দেখার আহ্বানও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বিখ্যাত হওয়ার পর ছন্দপতন ঘটে তার! হারিয়ে যান রাণু! রানাঘাট স্টেশন থেকে যার উত্থান হয়েছিল, সেই স্টেশনেই ফিরে যেতে হয় রাণুকে৷

কিন্তু আবারও ধীরে ধীরে লাইমলাইটে ফিরছেন। এবারে ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু মণ্ডলের সঙ্গে গাইবেন শিল্পী রূপঙ্কর বাগচী। ২ জানুয়ারি সেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। বৃহস্পতিবার নরেন্দ্রপুরের গানঘর স্টুডিওতে কনসার্টের শুটিং ছিল। যে সমাজকর্মী যুবকের জন্য তিনি স্টার হয়েছিলেন রাতারাতি, সেই অতীন্দ্র চক্রবর্তীই জানিয়েছেন, “ডিজিটাল কনসার্টের রেকর্ডিংয়ে মূলত আশা জী, লতা জীর গানই গেয়েছেন রাণু দি। খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি দেখা যাবে। দর্শকরা টিকিট কেটে সেই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।”

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes