jamdani

ফের একবার বিতর্কের মুখে তানিষ্ক

একের পর এক বিতর্কে নাম উঠে আসছে তানিষ্কের। কিছুদিন আগেই তানিষ্কের একটি বিজ্ঞাপন ঘিরে শোরগোল উঠেছিল নেট দুনিয়ায়। দুই ভিন্ন ধর্মের বিবাহ এবং সাধভক্ষণ অনুষ্ঠান ঘিরে তৈরি করা এই বিজ্ঞাপনের বার্তা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু সেটি দর্শকদের ক্ষোভের মুখে পড়ে। তাই টাটা গ্রুপ বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয়। বয়কটের ডাক দেওয়া হয় বিভিন্ন প্রোডাক্টের। বহু জায়গায় তানিষ্কের শো-রুম ভাঙচুর করা হয়।

 

এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল বাজি পোড়ানোয় ‘না’ বলায়। সামনেই দীপাবলি। আর তনিষ্ক বিজ্ঞাপন দিয়েছে ‘একাত্মম’ নামে একটি ভিডিও। যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।

নিনা গুপ্তা, সায়নী গুপ্তা, আলিয়া এফ এবং নিমরত কৌর অভিনীত এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে যে, এই চারজন বলছেন উৎসব মানে পরিবারের সঙ্গে ভাল সময় কাটানো। তার সঙ্গে তাঁরা এটাও বলছেন যে উৎসব মানে বাজি পোড়ানো নয়। ‘একাত্মম’ নামের এই বিজ্ঞাপন এখন টিভিতে দেখা যাচ্ছে।

আর এই বার্তা শুনেই বেজায় চটেছেন নেটিজেনরা। তাঁরা কীভাবে উৎসব পালন করবেন, কোনটা করবেন আর কোনটা করবেন না এটা বলে দেওয়ার কোনও অধিকার নেই এই সংস্থার৷ এই বক্তব্য উঠে আসছে নেটদুনিয়ায়৷
তবে সব চেয়ে বেশি যে বিজ্ঞাপন বিরোধী মন্তব্য উঠে এসেছে তা করেছেন পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। তিনি বলেছেন, এই বিজ্ঞাপন আসলে প্রথাবিরোধী। কয়েকজন মডেলের মুখে মিথ্যে হাসি বসিয়ে আর ঝলমলে গয়না পরিয়ে শুধু ভোগবাদের প্রচার হচ্ছে।

 

অনেকে আবার এই বিজ্ঞাপনের সঙ্গে তুলনা করেছেন ক্যাডবেরির বিজ্ঞাপনের। ক্যাডবেরির বিজ্ঞাপনে যেখানে দেখানো হয়েছে বিভিন্ন স্থানীয় দোকান থেকে উপহার কেনা হয়েছে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা স্থানীয় দোকানগুলোকে সমর্থন করার এই বার্তা কিন্তু বেশ পছন্দ হয়েছে সবার। এ রকম বিজ্ঞাপন না করে কেন শুধু নিজেদের প্রচার করছে তনিষ্ক, এই প্রশ্নও তুলেছেন অনেকে।

 

যদিও কেউ কেউ এই বিজ্ঞাপনকে সমর্থনও জানিয়েছেন। বাজি পোড়ালে বাতাসে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। আর এ বার সেটা হলে কোভিড ১৯ সংক্রমণ আরও বাড়তে পারে। পরিবেশের কথা মাথায় রেখেই তনিষ্কের এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন অনেকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes