jamdani

ফিরে এলাে কৌন বনেগা ক্রোড়পতি

অবশেষে শুটিং ফ্লোরে কেবিসি। সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে আবার শুটিং ফ্লোরে বিগ বি। সম্প্রতি ছবি পােস্ট করলেন সেরকমই। ২০০০ সাল থেকে শুরু হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি গেম শাে। দর্শকদের কাছে যা খুব জনপ্রিয়। শুধুমাত্র কেবিসি-৩ বাদে প্রত্যেক সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে বিগ বি’কে। সদ্য করােনা থেকে সুস্থ হয়ে উঠেছেন অমিতাভ বচ্চন। রবিবার থেকে যােগ দিয়েছেন শুটিং-এ। আর সেই ছবি সােশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিগ বি। ক্যাপশনে লেখা, ‘আমরা কাজে ফিরলাম… পিপিই-র এক নীল সমুদ্রে।” সেই ছবিতে পিপিই কিট পরে কলাকুশলীদের শট দিতে দেখা গিয়েছে।

এদিকে শুটিংয়ের ছবি পােস্ট করে অমিতাভ মজার ছলে লেখেন, “আগের সেই প্রাণচঞ্চল ভাব আর নেই। সবাই কেমন চুপচাপ, যন্ত্রের মতাে কাজ করছে। প্রযােজন ছাড়া মুখ খুলছেন না। দেখে মনে হচ্ছে কোনও গবেষণাগারে গভীর গবেষণায় আমরা মগ্ন।” ছবিঃ কৌন বনেগা ক্রোড়পতির শু্যটিং ফ্লোর থেকে:
https://www.instagram.com/p/CEPhKaxB9w7/?utm source=ig web button share sheet

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes