jamdani

পড়ে যাওয়ার ব্যাপারে তাঁর বেশ নাম, বিশ্ব সাইকেল দিবসে শেয়ার করলেন ভিডিও

নব্বইয়ের দশকের সেই গানটা মনে আছে, ‘ইয়ে ল্যাড়কা হ্যায় দিওয়ানা, হ্যায় দিওয়ানা…’ যেখানে শাহরুখ আর কাজল সাইকেল চালাতে চালাতে ধপাস করে পড়ে যায়। আর এই পড়ে যাওয়া নিয়েই তাঁর কত কাহিনী। হ্যাঁ আজ বিশ্ব সাইকেল দিবসে কাজল ‘কুছ কুছ হোতা হ্যায়’র সেই দৃশ্য ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখলেন ‘হ্যাপি বাইসাইকেল ডে টু ইউ’।

এই সাইকেল চালাতেই গিয়ে কাজল বিপত্তির মুখে পড়েছিলেন। হাওয়ার মতো উড়ছে সাইকেল…ক্যামেরা, অ্যাকশন মুহূর্ত ধরে রাখছে। ঠিক সেই সময়েই ধপাস…মুখ থুবড়ে পড়ে গেলেন তিনি। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর বিহাইন্ড দ্য সিনে এই মুহূর্তের সাক্ষী থেকেছিল গোটা টিম।

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

কুছ কুছ হোতা হ্যায়-র সেই বিখ্যাত গান ‘ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা…হ্যায় দিওয়ানা…”র গানেরই একটি শটে পরিচালক করণ জোহর বলেছিলেন কাজল এবং শাহরুখ এক্সপ্রেশন দিতে দিতে সাইকেল চালিয়ে এগিয়ে আসবেন। সব ঠিক ছিল। শুটও যাচ্ছিল ভাল মতোই। কিন্তু হঠাৎই ছন্দপতন। রাহুল সাইকেল নিয়ে এগিয়ে গেলেও ঘুরে, মাটিতে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলেন কাজল।

কাজলের শেয়ার করা ওই ভিডিয়ো দেখে কমেন্ট সেকশনে করণ জোহরও লিখেছেন, “ও মাই গড! পরিষ্কার মনে আছে এর পরে ঠিক কী হয়েছিল…”। ডিজাইনার মণীশ মালহোত্রা লিখেছেন, “মনে আছে… এর পরেই সবাই মিলে তোমার কাছে ছুটে গিয়েছিলাম। তবে যেই যেই গানে তুমি পড়ে যাও সেই সব গানই সুপারহিট হয়েছে।”

এই ব্যাপারে ইন্ডাস্ট্রিতে বেশ নাম আছে কাজলের। হ্যাঁ তিনি শুকনো মেঝেতে পড়ে যান, সাক্ষাৎকারের মঞ্চে পড়ে যান…বিমানবন্দরে হাঁটতে গিয়েও পড়ে গিয়েছেন। এমনকি পড়ে গিয়েছেন সিনেমার সেটেও। ইন্ডাস্ট্রিতে এটা বলে সবাই যে যে ছবিতে কাজল অনিচ্ছাকৃত ভাবে পড়ে যান সেই সেই ছবিই নাকি হিট হয়ে যায়। যার চাক্ষুষ প্রমাণ ‘কুছ কুছ হোতা হ্যায়’। যা আজও দর্শকদের মনে গেঁথে আছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes