jamdani

প্রেমে মশগুল হয়ে কিডন্যাপও করতে চেয়েছিলেন : শােয়েব আখতার

তাঁর ছবি ওয়ালেটে নিয়ে ঘুরতেনএমনকি বিয়ে করবার প্রস্তাবও দিযেছিলেন। তিনি বলিউড অভিনেত্রী সােনালি বেন্দ্রে। শােয়েব সােনালিকে প্রথম দেথেন ইংলিশ বাবু দেশি মেম ছবিতে। আর সঙ্গে সঙ্গেই প্রেমে পড়েন সােনালির। সারা ঘরম্য সেঁটে ফেলেন সােনালির ছবি। পাগলামির এমন পর্যায়ে পৌঁছেছিল যে শােয়েব বিয়ের প্রস্তাব দেবেন, রাজি না হলে তাঁকে অপহরণ করবেন। 

২০০২ সালে সােনালি বিয়ে করেন পরিচালক গােল্ডি বহেলকে। ২০১৮ সালে তিনি ক্যানসারে আক্রান্ত হন, বেশ কিছুদিন আমেরিকায় চিকিৎসা চলার পর দেশে ফিরে এসেছেন তিনিভারত পাকিস্তানের খেলা হলেই, তাঁকে ফোন করে শােয়েবের ব্যাপারে প্রশ্ন করে সংবাদমাধ্যম। তাঁর বেশ মজা লাগে। তিনি শুনেছেন, শােয়েব তাঁর ফ্যান। তিনি শুধু বলতে পারেন, জন্য ধন্যবাদ তাঁকে। তাঁকে শােয়েবের সম্বন্ধে জিজ্ঞেস করা হলে সােনালি বলেন, ক্রিকেট একদমই পছন্দ নয় তাঁর।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes