jamdani

প্রিয়াঙ্কা নন,তবে কি নতুন জুটি ‘রাজমা!

পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পুরনো ছবি। আবার তার আগে অনস্ক্রিন ‘মাম্পি’ অর্থাৎ অভিনেত্রী রুকমা’র সঙ্গে ভিডিয়োতে মজার প্রশ্নোত্তরে ছিল খুনসুটি। সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই শিরোনামে রয়েছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর এবং রুকমার জুটির নতুন নামকরণ করে ফেললেন অভিনেতা। অনস্ক্রিন চরিত্র রাজা-মাম্পির সঙ্গে মিলিয়ে নাম দিলেন ‘রাজমা’!

অন্যদিকে রাহুল এবং প্রিয়াঙ্কার বিয়ে, ছেলে সহজ এবং দাম্পত্য সমস্যার কথা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। যদিও বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তাঁদের। তবে দীর্ঘদিন আলাদা থাকেন দু’জনে। এই পরিস্থিতিতে হঠাৎ করেই রাহুল ইন্সটাতে শেয়ার করেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে তাঁদের দু’জনের একটি ছবি।

মূলত রাজ চক্রবর্তীর সেটে প্রথম কাজ করেন রাহুল এবং প্রিয়াঙ্কা। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। হঠাৎ এতদিন পরে এই ছবি শেয়ার করে ক্যাপশনে রাহুল লেখেন, ‘জুটিতে দুটি’তে। শুরু হয় জল্পনা। ফের কি একসঙ্গে থাকবেন তাঁরা? পুরনো সম্পর্ক কি কোনও ভাবে জোড়া লাগতে চলেছে? প্রিয়াঙ্কাও নিজের সোশ্যাল ওয়ালে ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে তাঁর একটি ছবি শেয়ার করেন। যদিও সেখানে রাহুল ছিলেন না। প্রিয়াঙ্কার ছবি দেখেও অনেকে মনে করেন, ভেঙে যাওয়া সম্পর্ক হয়ত ধীরে ধিরে ঠিক হতে চলেছে।

করোনা আক্রান্ত রাহুল আইসোলেশনে রয়েছেন। আইসোলেশনে থাকার সময় ভার্চুয়ালি রুকমার সঙ্গে লাইভও করেছিলেন। মূলত জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’-তে অভিনয় করছেন রাহুল এবং রুকমা। সেখানে তাঁদের অনস্ত্রিন চরিত্রের নাম ‘রাজা’ এবং ‘মাম্পি’। দর্শকের খুবই পছন্দ এই জুটিকে। তাঁদের প্রেমের গসিপও চলছে ইন্ডাস্ট্রিতে। চিত্রনাট্যে তাঁদের প্রেম দেখে বাস্তবেও তাঁদের সম্পর্ক রয়েছে কি না, সে প্রশ্ন করেছেন বহু অনুরাগী।

এই পরিস্থিতিতে ফের উস্কে দিল নিজেদের জুটির ‘রাজমা’ নামকরণ। তবে আলাদা কোনও ব্যখ্যা রাহুল দেননি এই নামকরণের।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes