jamdani

প্রফেসরের হাত বাঁধা! ‘মানি হাইস্ট’ রিলিজের দিন এলো প্রকাশ্যে

দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন ফিরছে। ঘোষণা হল ‘মানি হাইস্ট’ পঞ্চম সিজনের রিলিজ ডেট।

টিজার মুক্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হল রিলিজ তারিখও। গোটা টিজার জুড়ে রয়েছে সুখ এবং দুঃখ, হাসি-কান্নার মুহর্তের এক অনবদ্য মিশ্রণ। যেখানে স্লো মোশনে গ্যাংয়ের প্রতিটি মেম্বারদের অনুভূতি আকর্ষণ করে, প্রত্যেকের ব্যক্তিগত ক্ষতি, প্রতিশোধ নিতে লড়াই। এছাড়া প্রচুর-প্রচুর অ্যাকশন পুলিশ যাঁরা ব্যঙ্কের ভিতরে রয়েছে এবং গ্যাংয়ের আত্মসমর্পণ নিশ্চিত করতে লড়াই করছে। তবে প্রফেসরের টিম আত্মসমর্পন করবে না।

নাইরোবির ত্যাগ ভোলেনি কেউই। এবার তারা আরও রেগে গিয়েছে। রক্ত গরম আরও বেশি। তারা ফিরছে। সঙ্গে ফিরছে প্রফেসর এবং তাঁর দল।

টিজারে দেখা যাচ্ছে একটি চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছেন প্রফেসর যা আপনাকে ভাবাতে বাধ্য করবে যে অ্যালিসিয়া সিয়েরা সার্জিওকে পরাস্ত করতে এবং তাঁকে গ্রেফতার করতে কি সক্ষম হয়েছে?

নেটফ্লিক্স আরও প্রকাশ করেছে যে মোট ৫টি সিজনে ভাগ করা হয়েছে ‘মানি হাইস্ট’। তবে শেষ সিজনের থাকবে দুই পর্ব। প্রথম পর্বটি ৩ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ৩ ডিসেম্বর প্রিমিয়ার করা হবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes