jamdani

প্রধানমন্ত্রীর মজাদার টুইট

সূর্যগ্রহণ দেখতে পেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। তাই ছবি সহ টুইট করেছিলেন, আকাশ মেঘলা থাকার জন্যে সূর্যগ্রহণ দেখতে পাইনি। আর এরপরই ছড়িয়ে গেল একের পর এক মিম। এক টুইটার তার গ্রহণ দেখার ছবি শেয়ার করে লেখেন এটি একটি মিমে পরিণত হয়েছে। সেই টুইটে সাড়া দিলেন খােদ প্রধানমন্ত্রী! তিনি সেই টুইটটি রিটুইট করে লেখেন, “অতন্ত স্বাগত। এনজয়। সেই সঙ্গে ছিল একটি স্মাইলিও। প্রধানমন্ত্রীর এমন সরস প্রতিক্রিয়ায় মুগ্ধ তাঁর অনুরাগীরা। অনেকেই সেই টুইট শেয়ার করেছেন ?

https://twitter.com/narendramodi/status/1210070312760557570

তথ্যসূত্র : টুইটার

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes