jamdani

প্রথম ছবির কো- অ্যাক্টর সুশান্তের মৃত্যুবার্ষিকীতে আবেগী সারা!

তাঁর সঙ্গে প্রথম অভিনয় কেদারনাথ সিনেমায়। আর গতকাল ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী। আপামর ফ্যান থেকে শুরু করে বলিউডের অনেকেই স্মৃতিচারণায় নিজেদের আবেগ প্রতিফলিত করছেন সোশ্যাল হ্যান্ডেলে। তিনি সুশান্ত সিং রাজপুত। অভিনেত্রী সারা আলি খানের ডেবিউ ছবির নায়ক। পর্দার নায়কের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বভাবতই আবেগে ভাসলেন সারা। সামাজিক মাধ্যমে শেয়ার করলেন আবেগতাড়িত পোস্ট। সুশান্তের সঙ্গে সুইমিং পুলের জলে হাসিখুশি মেজাজে সারা। সুশান্তকে মনে করে মৃত্যুবার্ষিকীতে ইনস্টাগ্রামের দেওয়ালে ছবি শেয়ার করেন নায়িকা।

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

ক্য়াপশনে লিখলেন, ‘যখনই আমার কোনো সাহায্য,কোনো পরামর্শ বা জীবনে হাসির দরকার হত, তুমি পাশে ছিলে। তোমার হাত ধরেই আমার অভিনয় জীবনে প্রবেশ, নিজের উপর বিশ্বাস তৈরি করতে পেরেছিলাম যে আমিও পারব। এখনও বিশ্বাস হয় না যে তুমি নেই। যখনই আকাশের তারা, ভোরের সূর্যোদয় বা রাতের চাঁদ দেখি, জানি তুমি ওখানেই আছো। কেদারনাথ থেকে সুদূর অ্যান্ড্রোমিডা পর্যন্ত’।

সারার প্রথম বলিউড ছবি ‘কেদারনাথ’এর সহ অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত এবং সারার বন্ধুত্ব কারোরই অজানা নয়। অভিনেত্রী নিজেও সুশান্তকে খুব ভালো বন্ধু হিসেবে দাবি করে এসেছেন। সারা ছাড়াও তাঁর আরও দুই ঘনিষ্ঠ সহ-অভিনেত্রী কৃতী শ্যানন, শ্রদ্ধা কাপুরও সুশান্তকে মনে করে পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes