jamdani

প্রকাশ পেলো ‘ফেলুদা ফেরত’ এর পোস্টার

হেমন্তের হালকা শীত গায়ে শিরশিরে কাঁটা তুলে যাচ্ছে। সামনেই শীতকাল। আর শীত মানেই হাড় হিম করা রহস্য। এক সময় মাথায় কম্বল মুড়ি দিয়ে রহস্য রোমাঞ্চে ডুবে থাকত কচি কাঁচারা। এবার সেই রহস্য উসকে দিতে আবার আসছে ‘ফেলুদা ফেরত’। প্রকাশিত হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’এর পোস্টার।

 

সেলুলয়েডে সত্যজিৎ রায়ের হাত ধরে প্রথম প্রবেশ ফেলুদার। এক এক করে সৌমিত্র চট্ট্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্ট্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় অনেকেই ফেলুদা হয়েছেন। সফলতা অসফলতার তর্ক এখন নাহয় থাক। তবে বাঙালির অন্তরে ফেলুদা একজনই। জটায়ুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। তোপসে, জটায়ুকে সঙ্গী করে প্রথমে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর রহস্যের সমাধান করবেন ফেলুদা টোটা রায়চৌধুরী।

এই সিরিজের অ্যানাউন্সমেন্ট থেকেই দর্শকের মধ্যে রয়েছে কৌতূহল। টোটাকে ফেলুদা হিসেব কেমন মানায়, লালমোহন বাবুও বা কেমন, তা দেখার জন্য মুখিয়ে দর্শক। কৌতূহল আরও উস্কে দিতে ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলর’। সৃজিত ফেলুদাকে ওয়েব দুনিয়ায় ফেরত আনার দায়িত্ব নেন। দু’টি গল্প বাছা হয় ১২ এপিসোডের সিরিজের জন্য ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’।

মে মাসে সত্যজিত রায়ের ১০০তম জন্মবার্ষিকীতে ফেলুদা ভক্তদের জন্য বিশেষ উপহার হিসাবে ফেলুদা ফেরতের টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে। জয় সরকারের কম্পোজিশনে রূপঙ্কর বাগচী, রূপম ইসলাম এবং অনুপম রায়ের গাওয়া এই গান আগেই সুপারহিট। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে মোট ১২ পর্বে এই সিরিজ। এই সিরিজ মুক্তির দিনক্ষণ ঘোষণা না করলেও ট্রেলার কবে আসছে তা শনিবার জানিয়ে দিল আড্ডা টাইমস, সঙ্গে প্রকাশ্যে এল সিরিজের ফার্স্ট লুকও।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes