jamdani

প্রকাশ্যে এলো গঙ্গুবাঈ কাঠিয়াওয়ারির টিজার

গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র টিজার এলো প্রকাশ্যে। গঙ্গুবাই কাঠিয়াওয়ারির নাম ভূমিকায় রয়েছেন ড্যাশিং আলিয়া ভাট। ষাটের দশকে মুম্বইয়ে তাঁর নামেই কাঁপত মায়ানগর। সেইসময়ের যৌনপল্লি কামাথিপুরার একজন ডাকাবুকো মহিলা তিনি। মুম্বইয়ে পরিচিত ‘মাফিয়া কুইন’ নামে। যার অনুমতি নিয়ে নাকি কামাথাপুরির অন্ধকার গলিতে আলো প্রবেশ করত।

এখানেই আরও একবার জিতে নিলেন সবার মন। দুর্ধর্ষ অভিনয়ের টিজার জুড়ে আলিয়া ভাট তাঁর চমক দেখিয়ে গেলেন। এর আগে ‘গাল্লিবয়’, রাজি’তে তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছিলেন। এবারও তার অন্যথা হলো না। গঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য শিখেছিলেন কাঠিওয়ারি ভাষাও।

 

সঞ্জয় লীলা বনশালীর এই মিশনে দীপিকাকে ছাড়াও যে আলিয়ার অভিনয় দেখার মতোই হবে। এটা অনেকেই বলছেন। সিনেমা হলে আসছে ৩০ জুলাই ২০২১।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes