jamdani

পৃথিবীর বুকে তৈরি হচ্ছে বিশাল গর্ত, যা দেখতে চাঁদের মতো!

বিশাল এক সবুজ ঘাসে ঢাকা মাঠ। সেই সমতল জুড়েই তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। আর এখানেই উদ্বিগ্ন হয়েছেন বিজ্ঞানীরা। এরকম ক্র্যাটার মূলত দেখা যায় চাঁদ কিংবা মঙ্গলে। কি মনে হচ্ছে তো অন্য কোনও গ্রহের কথা বলছি! তা কিন্তু একদম নয়। আমাদের এই সবুজ পৃথিবীর কথাই বলছি।

এই ধরণের ক্র্যাটার প্রথম নজরে আসে ২০১৪ সালে। ভূ-ত্বাত্ত্বিক এবং বিজ্ঞানীরা এই ক্র্যাটারের জন্য এখানে ভিড় করেন। মোট ১৭টি ক্র্যাটারের খোঁজ পাওয়া যায় সাইবেরিয়া জুড়ে। কি করে হলো এই ধরণের গর্তের সৃষ্টি।

বিস্ময় জাগানো এই গর্তের উদ্ভব নিয়ে উঠে আসে অনেক তথ্য। কারো মতে বিশালাকার উল্কার আঘাতে হয়েছে। কেউ বললেন অন্য গ্রহের প্রাণীর তৈরি। রহস্য জমাট বাঁধতে সময় লাগে না। তবে বিজ্ঞানীরা জানালেন, ভূতাত্ত্বিক বিস্ফোরণের কারণেই তৈরি হয়েছে এই গর্ত। পৃথিবীর মধ্যে বিস্ফোরণ! তাও আবার স্বতঃস্ফূর্তভাবে। আসলে সাইবেরিয়ার এই অঞ্চলে রয়েছে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। ক্র্যাটারগুলিতে মিথেনের অস্তিত্বও পাওয়া গেছে। মাটির নিচে মিথেনের চাপ বাড়তে বাড়তে এরকম বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই তৈরি হয় গর্তগুলো।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes