jamdani

পিঠের পরিচর্যা করবেন কীভাবে?

লাে ব্যাক ব্লাউজ কিংবা ইভনিং পার্টি গাউন পরে দারুণ ফ্যাশনেবল আর স্টাইলিশ সাজ সাজার পর দেখলেন, পিঠ ভর্তি ব্ল্যাক প্যাচ! ফ্যাশনেবল ব্লাউজ পরেও আপনার পিঠ জুড়ে র্যাশ দেখা যায়। তাহলে অবস্থা তথৈবচ! কি করবেন রইল তার হদিশ

  • টানটান এবং উজ্জ্বল ত্বক না হলে পিঠের সৌন্দর্য মাটি হয়ে যায়। ব্যবহার করুন তিন চামচ মুলতানি মাটি, তিন চামচ গােলাপ জল ও দু’চামচ মধু। এটি ব্যবহার করলে পিঠ হবে মসৃণ ও উজ্জ্বল।
  • এছাড়া পিঠের বিবর্ণ ও ফ্যাকাসে ত্বক হলে নিমপাতার রস ও চন্দন বাটা মিশিয়ে নিন। এর সঙ্গে অল্প চালগুঁড়াে মেশান। মিশ্রণটি সম্পূর্ণ পিঠে লাগিযে রাখুন। এতে ত্বক উজ্জ্বল হবে।
  • সূর্যের তাপে পিঠেও কিন্তু ট্যান পড়ে। কালচে ছােপ তাড়াতে লেবুর রসের সঙ্গে ডিমের সাদা অংশ ফেটিযে তাতে স্যান্ডালউড অয়েল মেশান পাঁচ ফোঁটা। পিঠের ত্বকে লাগিয়ে রাখুন কুড়ি মিনিট। এই সময়টা উপুড় হয়ে চুপচাপ শুয়ে থাকুন। এর পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। পিঠে ব্ল্যাকহেডস কিংবা মেচেতা-র দাগ হলে কমলা লেবুর খােসা শুকিয়ে নিযে গুঁড়াে করে নিন। এর সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে ঘষলে ব্ল্যাক হেডস কমে যাবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes