jamdani

পাঁচমাড়ি

পাঁচমাড়ির প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না। মহাভারতের কাহিনি যুক্ত আছে এখানকার পান্ডব গুহার সঙ্গে। অন্যদিকে এখানকার পার্বত্য অরণ্যে। ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাগৈতিহাসিক যুগের গুহা। পাঁচমারির কয়েক জায়গায় আজও গাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয় নি। সেই সমস্ত জায়গায় যেতে হয়। হেঁটেই। রজপ্রপাত, বি ফলস, লিটল ফলস, অপ্সরাবিহার প্রভৃতি ঝরনাগুলির রূপের বাহার সর্বদাই যেন ফেটে পড়ে। পাহাড়ের অনেকটা নীচে শিবের গুহা মন্দির জটাশঙ্কর। এই গুহার পাশ থেকেই উৎপত্তি হয়েছে জম্বু নদীর। পার্কের পাশে পান্ডব গুহা দেখে সােজা চলে যেতে পারেন রাজেন্দ্রগিরি। রাজভবনের পাশে বিরাট সাজানাে বাগান। এখান থেকে সাতপুরার গভীর উপত্যকায় সূর্যাস্তের দৃশ্য অনবদ্য।

কীভাবে যাবেন: ট্রেনে করে যেতে হলে নামতে পিপারিয়া স্টেশনে। এখান থেকে গাড়িতে সাতপুরা ন্যাশনাল পার্ক ছুঁয়ে পাঁচমাড়ি ৪৭ কিলােমিটার।

কোথায় থাকবেন: মধ্যপ্রদেশ পর্যটনের হােটেল অমলতাস (০৭৫৭৮২৫২০৯৮) এ সি ঘরের ভাড়া ৩৫২৮ টাকা প্রতি রাতে। হিলটপ বাংলাে (০৭৫৭৮২৫২৮৪৬) এ সি ডবল রুমের ভাড়া ২৯৯০ টাকা (সঙ্গে ব্রেকফাস্টের খরচ ধরা আছে) প্রতি রাতে। হােটেল কাচনার (বুকিং ৯৮৩০১৫২১৬৯) ভাড়া ১৫০০-২৫০০ টাকা প্রতি রাতে।

কী খাবেন : পাঁচমারিতে আপনি পাবেন গুজরাটি, মারাঠি ও জৈন খাবার। এছাড়াও আপনি এখানকার রেস্তোরাঁয় পেয়ে যাবেন মন পসন্দ চাইনিজ, কন্টিনেন্টাল ও ইন্ডিয়ান ফুড। কলকাতা ফুড সেন্টারে পেয়ে যাবেন বাঙালি খাবার। এছাড়াও আপনি খেতে পারেন নন্দন রেস্টুরেন্ট, চায়না বােল, পিজ্জা ক্যাফে চিনাে, ওপেন গার্ডেন রেস্টুরেন্ট ও আরও অন্যান্য জায়গায়।

কেনাকাটা: সাতপুরা থেকে কিনতে পারেন অসাধারন পেইন্টিং। এছাড়াও পাঁচমাড়ি বাজার থেকে কিনতে পারেন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে হাতে আঁকা ছবি ও স্থানীয় হস্তশিল্প।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes