jamdani

পরিচয় গোপন করে স্কুলে পড়তেন কমল হাসানের কন্যা শ্রুতি হাসান

স্টারকিডদের মধ্যে অন্যতম তাঁর নাম। তবে বাবা কমল হাসান বড়ো মাপের অভিনেতা হলেও বড় মেয়ে শ্রুতি হাসান তাঁর সৌন্দর্য ও অভিনয় প্রতিভা দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন সবার মনে। নিজের ৩৫ তম জন্মদিনে শেয়ার করলেন কিছু অজানা কথা।

নিজের পরিচয় গোপন করে, পূজা রামচন্দ্রন নাম নিয়ে পড়াশোনা করতেন শ্রুতি। আর আসল নামটা কেবল স্কুলের খাতায় লেখা ছিল। এর একটাই উদ্দেশ্য ছিল লোকে যাতে তাঁকে বিখ্যাত মা-বাবার সন্তান হিসেবে বাড়তি সুযোগ সুবিধা না দেয়! অবশ্যই তাঁর এবং পরিবারের দৃষ্টান্ত অনেকের কাছেই শিক্ষণীয়।

শ্রুতি হাসান পড়াশোনা করেছেন সাইকোলজি নিয়ে। সেন্ট অ্যান্‍ড্রুজ কলেজ থেকে তিনি সাইকোলজি নিয়ে স্নাতক হন। এর পর তাঁর মিউজিক নিয়ে কাজ করার ইচ্ছা হয়। সেই ইচ্ছে পূরণের লক্ষ্যে তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে। এরপর অভিনয় জগতে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

বিভিন্ন রকম জুতোর প্রতি তাঁর আলাদা আকর্ষণ। এরমধ্যে শ্যু আলমারিতে ১০০ জোড়া জুতো রয়েছে! এরপর নিশ্চয়ই ভবিষ্যতে সংখ্যাটা বাড়বে বই কমবে না!

নৃত্যপারঙ্গমাগানের সঙ্গে সঙ্গে নৃত্যের ক্ষেত্রেও সাবলীল শ্রুতি হাসান। কুচিপুড়ির মতো শাস্ত্রীয় নৃত্যশিল্পও তাঁর শেখা। দক্ষিণের নায়িকারা নাচে দক্ষ হলেও শ্রুতির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। ‘ওহ মাই ফ্রেন্ড’ নামে এক ছবিতে অভিনয়ের প্রয়োজনে এই নাচ শেখা। তবে শুধু অভিনয়ের জন্যেই শেখেননি। পুরো নাচটাই রপ্ত করে নিয়েছিলেন।

আপাতত শ্রুতি হাসান তেলুগু ছবি পিট্টু কাতালু-র শুটিং নিয়ে ব্যস্ত। চার পর্বের এই ছবিটি পরিচালনা করছেন চারজন পৃথক পৃথক পরিচালক।এই ছবিতে আরও অনেক অভিনেতার পাশাপাশি শ্রুতির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিখ্যাত দক্ষিণী তারকা জগপতি বাবুও।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes