jamdani

পয়সার দাম ১৩৮ কোটি! বিপুল দামে বিক্রি হল মার্কিন সোনার এই কয়েন

দেখতে ছোট হলে কি হবে দামে কিন্তু, দামের কোনও তুলনা হয় না৷ এই কথাটাই সত্যি হল এই সোনার পয়সার ক্ষেত্রে৷ ২০ ডলারের একটি কয়েন৷ যার মূল্য ১৪০০ কিন্তু এটাই বিক্রি হল ১৩৮ কোটি টাকায়!

হ্যাঁ সম্প্রতি নিউইয়র্কের এই ঘটনা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে৷ ২০০২ সালে এই কয়েন বা পয়সার মূল্য ছিল ৭.৬ মিলিয়ান ডলার৷ অর্থাৎ ৫৫ কোটি টাকা৷ তবে ২০ সালের ব্যবধানে তারই দাম গিয়ে দাঁড়াল ১৩৮কোটিতে৷ অবাক কান্ড তো বটেই৷ কথায় বলে মরা হাতি লাখ টাকা৷

এক্ষেত্রেও তাই পুরনো পয়সার দাম কোটি টাকা! বিক্রির আগেও এর একটা দাম ধার্য হয়েছিল৷ তবে সেটা অবশ্যই এতটা বেশি নয়৷ কারণ কেউ ভাবতেই তো পারেনি যে, এত বিপুল পরিমাণ টাকায় বিক্রি হতে পারে এই কয়েনটি৷ সামন্য এই পয়সার দাম কেন এতটা হল? কারণ এটি যেমন তেমন পয়সা নয়, বিরল!

View this post on Instagram

 

A post shared by Sotheby’s (@sothebys)

১৯৩৩তে আমেরিকায় ডাবল ইগল কয়েন ছিল একমাত্র পয়সা যা দেশজুড়ে চলার কথা ছিল৷ তবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নেতৃত্বে এই পয়সাটি আত্মপ্রকাশই হয়নি৷ সব সোনার পয়সাই অর্থনৈতিক ব্যবস্থা থেকে সরিয়ে ফেলা হয়েছিল৷ শুধুমাত্র দুটি সোনার কয়েন রাখা হয় স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে  যা আইনত বৈধ৷

১৯৩৩ সালের এই ডবল ইগল কয়েন হল শেষ মার্কিন সোনার পয়সা যা সারা দেশে চলার জন্য প্রস্তুত হয়েছিল৷  এই পয়সাটিতে একপিঠে রয়েছে লেডি লিবার্টির ছবি। অন্যপিঠে রয়েছে ইগল পাখির ছবি৷

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes