jamdani

নেপোলিয়ানের স্মৃতিসৌধের ওপর ঝোলানো হলো প্রিয় ঘোড়ার কঙ্কাল!

এ বছর পূরণ হতে চলেছে নেপোলিয়ানের ২০০ বছর। তাঁকে নিয়ে ফরাসি জনগনের আবেগ অনেকটাই। যদিও এরমধ্যে ঘটে যাওয়া ঘটনা ঘিরে কিছুটা উত্তপ্ত জনতা। তার কারণ নেপোলিয়ানের প্রিয় ঘোড়া মারিঙ্গাকে নিয়ে। এদিন ফরাসি সম্রাট নেপোলিয়ানের সৌধের উপর ঝুলিয়ে দেওয়া হয় একটি ঘোড়ার নকল কঙ্কাল। সবার দাবি এটি তৈরি করা হয়েছে মারিঙ্গার দেহের অনুকরণে। এটি যে খুব একটা সুখকর দৃশ্য নয়, এটাই মনে করছেন সকলে।

অন্য দিক থেকে মিউজিয়াম কর্তৃপক্ষ দাবি করেছে- এটি উচ্চমানের শিল্পকর্ম, যা বোঝা সকলের কাজ নয়। মেমেনতো মারিঙ্গা নামের এই আর্টওয়ার্ক তৈরি করেছেন শিল্পী পাস্কাল কভাতে। শিল্পী বলেছেন যে ১৮১৫ সালে ওয়াটারলু’র যুদ্ধে ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার আগে পর্যন্ত সম্রাট নেপোলিয়ন একজন বীরের মতো বেঁচেছেন। তাঁর সমস্ত যুদ্ধ এবং জীবনের নানা উত্থান-পতনের সঙ্গে জড়িয়ে ছিল মারিঙ্গো। সেই অবিচ্ছেদ্য বন্ধন বোঝাতেই এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে।

প্রাচীন মিশর থেকে শুরু করে মেসোপটেমিয়া, সব জায়গাতেই সম্রাটের প্রিয় পোষ্যকে মৃতের সঙ্গে জীবিত অবস্থায় কবর দেওয়ার প্রথা ছিল। মনে করা হতো যে, রাজা বা সম্রাট তাঁদের প্রিয় ঘোড়া, কুকুর কিংবা বেড়ালকে ছেড়ে থাকতে পারবেন না। পাস্কাল সেই প্রথাকেই ফিরিয়ে আনতে চেয়েছেন। লন্ডনের জাতীয় আর্মি মিউজিয়ামে মারেঙ্গোর দেহাবশেষ দেখে তার অনুকরণে এই কঙ্কাল বানিয়েছেন তিনি।

সবাই হয় তো এই শিল্পকর্মের মর্ম বুঝবেন না। কিন্তু তাঁরা কোনও ভাবেই সম্রাটকে অসম্মান করতে চান না।

প্যারিসের জনগনের এই দৃশ্য ভালো লাগেনি। সেক্ষেত্রে চাসের দাবি যে যুদ্ধক্ষেত্রে মৃত্যু একটি অতি স্বাভাবিক ব্যাপার। বীর যোদ্ধারা চাইতেন লড়াইয়ের মধ্যে মৃত্যু বরণ করতে । কল্পনা করা হত ঘোড়ায় চেপেই তাঁরা স্বর্গের দিকে যাচ্ছেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes