jamdani

নৃত্য পটু এই পাখিটির কথা জানেন কি?

‘বার্ড অফ প্যারাডাইস’ বাংলায় বলতে গেলে ‘স্বর্গের পাখি’। তবে নাম এরকম হলে কি হবে, তার বসবাস কিন্তু এই মর্ত্যেই। দেখা মেলে ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি আর অস্ট্রেলিয়ায়। যার বিশেষত্বই হল নাচ। এর নাচ দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। তবে মানুষকে আকৃষ্ট করার জন্য এরা নাচে না। পুরুষ পাখিরা সঙ্গীকে আকর্ষিত করবার জন্যেই নাচে মশগুল হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, অনেকেই বলে এই পাখিটিকে দেখেই নাকি মানুষেরা নাচ শিখেছে। বিবিসির এক রিপোর্টে বেরিয়েছিল এই তথ্য।

অন্যান্য পাখির মধ্যে স্নোবল নামে এক কাকাতুয়াকে নাচতে দেখা যায়। এছাড়া সি লায়নরাও নাচতে পারে। তাঁদের বিভিন্ন নাচের প্রশিক্ষণ দিয়ে নাচের মুদ্রা শেখানো হয় বেশ কয়েক বছর ধরে।

তার মধ্যেও বিতর্ক থেকে যায় নাচ কি শুধুমাত্র মানুষের দক্ষতার প্রমাণ। কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনও সংজ্ঞা খুঁজে পাননি বিশেষজ্ঞরাও।

তবে এই পাখি বিভিন্ন ভঙিমায় নাচ করতে পারে। শুধুমাত্র যে সঙ্গিনীকে খোঁজার জন্যেই নয়, শত্রুকে ভয় দেখানোর কাজেও নাচকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes