jamdani

নিজেই ভাঙলেন নিজের রেকর্ড! ২৫ বার এভারেস্ট জয় নেপালি শেরপা কামি রিতার!

সুউচ্চ শৃঙ্গ এভারেস্ট হোক বা কোনও দুর্গম পর্বত, শৃঙ্গ জয় করার সময় অভিযাত্রীদের সঙ্গে থাকেন একজন বা কয়েকজন দক্ষ শেরপা। ব্যস্ত শহরের গলিপথের মতোই তাঁদের কাছে পাহাড়ের শৃঙ্গে পৌঁছে যাওয়ার রাস্তা নখদর্পনের মতো। পাহাড়ের শীর্ষে পৌঁছে অভিযাত্রীরা নিজেদের দেশের পতাকা পুঁতে দেন মাটিতে। কিন্তু সেই অর্থে যোগ্য সম্মান পান না শেরপারা। কিন্তু কিছু কিছু শেরপা থাকেন যাঁদের কাছে পাহাড় জয় করা তীব্র নেশার মতো। এরকমই একজন শেরপা হলেন কামি রিতা। যিনি একবার-দু’বার নয়, এই নিয়ে ২৫ বার এভারেস্ট জয় করে এলেন।

কামি ও আরও ১১ জন শেরপা শুক্রবার ছ’টা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেন। আর  এভারেস্ট জয়ের এই খবরে সিলমোহর দিয়েছেন ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম-এর মুখ্য অধিকর্তা মীরা আচার্য।

চলতি বছরে কামির দলই প্রথমবার শৃঙ্গ জয় করল। বছরের শেষের দিকে যদি অন্য অভিযাত্রীরা এভারেস্ট আসেন, তাঁদের কথা মাথায় রেখে বরফ ঢাকা পথে দড়ি লাগিয়ে এসেছেন তাঁরা। এতে অন্য অভিযাত্রীদের পথ চিনে নিতে অসুবিধা হবে না।

মূলত প্রতি বছর অভিযাত্রীরা নেপাল-চিনের অন্তর্গত অংশ দিয়ে পাহাড়ে ওঠা শুরু করেন। এভারেস্টের নর্থ সাইড চিনের দিকে আর সাউথ সাইড পড়ে নেপালের দিকে। কিন্তু বিগত বছর কোভিড-১৯ ছড়িয়ে পড়ার জন্য দুটি দিক থেকেই পর্বতারোহণ বন্ধ ছিল। তবে এখনও করোনা পরিস্থিতি স্বাভাবিক নয়। তবুও নেপালের দিক থেকে এভারেস্ট যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে চিনের দিক থেকে করোনা নেগেটিভ হলে তবেই খুব কম সংখ্যককে এই অনুমতি দেওয়া হয়েছে।

৫১ বছরের কামি রিতা ১৯৯৪ সালে প্রথমবার এভারেস্ট জয় করেন। এরপর থেকে প্রায় প্রতি বছরেই একবার করে তিনি এভারেস্ট জয় করে ফিরে আসেন। অভিযাত্রীদের সুরক্ষিত রেখে তাঁদের পথ দেখিয়ে এভারেস্টে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিজের কাঁধে নেন অনায়াসে। কামির বাবাও একজন সুদক্ষ শেরপা ছিলেন। এভারেস্ট ছাড়াও তিনি জয় করেছেন মানসলু, লোৎসে ইত্যাদি শৃঙ্গ। সাধারণত মে মাসে এই অঞ্চলের খামখেয়ালি আবহাওয়া একটু হলেও ভালো থাকে, তাই এই সময়েই বেশি মানুষ এভারেস্টের টানে ছুটে আসেন।

২০১৫ সালে একবার তুষার ঝড়ের কবলে পড়েছিলেন কামি।  পাহাড় চড়া বন্ধ করার জন্য বাড়ি থেকে চাপ আসে। কিন্তু হিমালয়ের টান কী এত সহজে এড়ানো যায়! আর তাই কামি ২৫ বারের মতো এভারেস্ট জয় করে ফেরেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes