jamdani

নিউ নরমাল-এ এবার ভার্চুয়াল চিড়িয়াখানা

অবশেষে ‘নিউ নর্মাল’ আবহে চালু হলাে চিড়িয়াখানা দেখার সুযােগ। যে ভাবে করােনা ছড়িয়ে পড়ছে সারা বিশ্বেতাতে এই অবস্থায় এখনও ভিড় করে চিড়িয়াখানায় ঘােরার সুযােগ নেইএই অবস্থায় সাধারণ মানুষকে আপাতত চিড়িয়াখানা দেখার সুযােগ করে দিল রাজ্য বন দফতর।১৬ আগস্ট বিকেল সাড়ে তিনটে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ওই ভার্চুয়াল চিড়িয়াখানার উদ্বোধন করেন। বন দফতর সূত্রে খবর, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা এবং ৩টে থেকে ৪টে ফেসবুকে লাইভ দেখা যাবে চিড়িয়াখানাআপাতত আলিপুরের চিড়িয়াখানা এবং দার্জিলিঙের পদ্মজা নায়ডু হিমালয়ান চিড়িয়াখানা দেখা যাবে ফেসবুক লাইভে। বন দফতরের এক কর্তা বলেন, “লকডাউনে ঘরে আটকে থাকতে থাকতে বয়স্ক থেকে বাচ্চা অনেকেই বিরক্ত হয়ে পড়ছেন। তাঁদের জন্য চিড়িয়াখানার লাইভ শাে অক্সিজেন হিসেবে কাজ করবে।” তিনি আরও বলেন, চিড়িয়াখানায় এখন অনেক প্রাণীই নবজাতকের জন্ম দিয়েছে। তাদের দেখতে খুবই ভাল লাগে। আমরা আশা করছি, ভবিষ্যতে এই শাে সাধারণ মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হবে। ” এখানেই শেষ নয়, বন দফতর সূত্রে খবর, প্রাথমিক ভাবে যদি সাফল্য পায় তা হলে দু’ঘণ্টার এই লাইভ সফর আরও বাড়ানাের ভাবনা রয়েছে দফতরের

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes