jamdani

নিঃসঙ্গ ‘নীরা’ কে মনে রেখে

শংকরপ্রসাদ মুখোপাধ্যায়

সুনীল চলে গেলে নীরা বিধবা হয় না।

বিজয়া-দশমীর রাতে

পূজাবেদিতে জ্বলা প্রদীপটা

বড্ড একলা হয়ে যায়।

নীরা কাঁদে না।

সুনীল-সুনীল ব’লে বুক চাপড়ে হাহাকার করে না।

নীরা শুধু  একলা বসে থাকে নদীপাড়ে।

প্রতিমা বিসর্জনের পরে,

জলে ভেসে যাওয়া কাঠামোর ওপর বসে থাকা

নিশাচর পাখিটা, মাঝরাতে

যখন অদ্ভুত শব্দে ডেকে ওঠে,

দিকশূন্যপুরে যাবার আলোমাখা পথটার দিকে তাকিয়ে

পাখিটাকে সুনীল ভেবে নীরা অজান্তে হেসে ফেলে।

অনাগত সমস্ত বিজয়া-দশমীর রাতে

বাংলার নদীর পাড়ে

‘বরাবরের নবীনা, চিরযৌবনা এক মানবী’

সুনীলের নীরা –

এইভাবে একা বসে বসে ভাববে

সুনীলের ভালোবাসার সেই অমোঘ বাণী –

‘তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে,

আমার একটি অতি ব্যক্তিগত কবিতার

প্রতিটি শব্দের আত্মা।’

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes