সুনীল চলে গেলে নীরা বিধবা হয় না।
বিজয়া-দশমীর রাতে
পূজাবেদিতে জ্বলা প্রদীপটা
বড্ড একলা হয়ে যায়।
নীরা কাঁদে না।
সুনীল-সুনীল ব’লে বুক চাপড়ে হাহাকার করে না।
নীরা শুধু একলা বসে থাকে নদীপাড়ে।
প্রতিমা বিসর্জনের পরে,
জলে ভেসে যাওয়া কাঠামোর ওপর বসে থাকা
নিশাচর পাখিটা, মাঝরাতে
যখন অদ্ভুত শব্দে ডেকে ওঠে,
দিকশূন্যপুরে যাবার আলোমাখা পথটার দিকে তাকিয়ে
পাখিটাকে সুনীল ভেবে নীরা অজান্তে হেসে ফেলে।
অনাগত সমস্ত বিজয়া-দশমীর রাতে
বাংলার নদীর পাড়ে
‘বরাবরের নবীনা, চিরযৌবনা এক মানবী’
সুনীলের নীরা –
এইভাবে একা বসে বসে ভাববে
সুনীলের ভালোবাসার সেই অমোঘ বাণী –
‘তোমার সম্পূর্ণ শরীরে মিশে আছে,
আমার একটি অতি ব্যক্তিগত কবিতার
প্রতিটি শব্দের আত্মা।’
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
এদেশে সোনাকে স্থিতি এবং ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...