jamdani

নার্সিং পদে বিপুল কর্মী নিয়ােগ

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বাের্ড গ্রেড-২ স্টাফ নার্স পদে কর্মী নিয়ােগের বিজ্ঞপ্তি জারি করেছে। পুরুষ ও মহিলা লিঙ্গভেদে সকলেই অবেদন করতে পারেন। ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ২৩ মার্চ।

আবেদনকারীর যােগ্যতা:

জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি/বিএসসি (নার্সিং)/পােস্ট বেসিক বিএসসি কোর্স থাকতে হবে।

বাংলা ও নেপালি ভাষায় লিখতে ও বলতে পারার দক্ষতা।

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা আবশ্যক।

আবেদনকারীর বয়সসীমা

১ জানুয়ারি, ২০২০ নিরিখে নূন্যতম ১৮ এবং সর্বোচ্চ ৩৯। তফসিলি জাতি ও তফসিলি উপজাতির জন্য নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের WWW.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদনকারীদের ফি হিসাবে ২১০ টাকা জমা দিতে হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.wbhrb.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes