jamdani

নাম বদলে সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে সারা

১ আগস্ট : এবার প্রশ্ন উঠছে সুশান্ত সিং রাজপুতের ২০১৮ সালের থাইল্যান্ড ট্রিপ নিয়ে। দাবি করেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। ২০১৮ সালে ওই ট্রিপে সুশান্ত খরচ করেন ৭০ লক্ষ টাকা। রিয়ার এই দাবীর পরই প্রকাশ্যে আসে স্যামুয়েল হাউকিপের বক্তব্য।

স্যামুয়েল হাউকিপ দাবি করেন, ২০১৮ সালে সারা আলি খানও সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান। ২০১৮ সালে সুশান্তের সঙ্গে সারা যখন থাইল্যান্ডে যান, তখন তিনি নাম পালটে ফেলেন। ‘সারা সুলতান’ নাম নিয়ে সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যান সইফ-কন্যা। সুশান্ত আর তাঁর সম্পর্কের কথা যাতে বাইরে না বের হয়, সে জন্যই নিজের নাম পালটে ফেলেন সারা। পাশাপাশি সারার জন্যই নাকি সুশান্ত ব্যক্তিগত বিমান ভাড়া করে মুম্বই থেকে থাইল্যান্ডে যান। প্রকাশ্যে আসে এমন দাবিও।

শুধু তাই নয়, থাইল্যান্ড থেকে ফেরার পর মুম্বই বিমানবন্দরে স্যামুয়েল হাউকিপের সঙ্গে বাইরে বের হন সইফ-কন্যা। সুশান্ত বেরিয়ে যান বিমানবন্দরের অন্য গেট দিয়ে। সম্প্রতি স্যামুয়েলের সঙ্গে সারার সেই ছবিও প্রকাশ্যে আসে। রিয়া দাবি করেন, থাইল্যান্ডে শুধুমাত্র ছেলে বন্ধুদের নিয়েই গিয়েছিলেন সুশান্ত! কিন্তু তিনি মিথ্যে বলেন! মোটেও সেটা অল বয়েজ ট্রিপ নয়, থাইল্যান্ডে সুশান্তের সঙ্গী ছিলেন সারা আলি খান-ও! যাতে মিডিয়ায় খবর চাউড় না হয়, নাম বদলিয়ে গিয়েছিলেন সারা।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারার প্রথম ছবি ‘কেদারনাথ’। পর্দায় চিত্রনাট্যের মতোই জমে উঠেছিল সারা-সুশান্তের বাস্তব জীবনের রোম্যান্সও। নায়ক-নায়িকার ঘনিষ্ঠরা আগেও সংবাদ মাধ্যমে বলেছেন, তাঁদের প্রেম ছিল একেবারে খাঁটি। প্রেমে যেমন ছিল সম্মান,  তেমনি ছেলেমানুষিও ছিল ভরপুর। কিন্তু তারপরেও সেই প্রেম স্থায়ী হয়নি। তবে সুশান্তের সোনচিড়িয়া বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সারা নাকি অভিনেতার কাছ থেকে সরে যান। বলিউড ‘মাফিয়াদের’ চাপে পড়েই নাকি সুশান্তের কাছ থেকে সারা সরে যান বলেও দাবি করেন স্যামুয়েল। এমনকি এক রিয়্যালিটি শোয়ে এসে করিনাও বলেছিলেন, মেয়েকে তিনি উপদেশ দেবেন তাঁর প্রথম ছবির নায়কের সঙ্গে যেন প্রেম না করে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes