jamdani

নরম আর মসৃণ চুল চান, বাড়িতেই করে নিন ডিপ কন্ডিশনিং

লকডাউনের জেরে সবকিছুর মতো স্পা-ও বন্ধ। শেষ কবে হেয়ার স্পা করেছিলেন মনে আছে কি? চুল, ত্বক সব কিছুর পরিচর্যাতে দাঁড়ি পড়ে গেছে! যাঁদের চুল শুষ্ক প্রকৃতির, তাঁদের বিশেষভাবে অসুবিধে কারণ হল, নিয়মিত পরিচর্যার অভাবে চুল আরও শুকনো ও বিবর্ণ হয়ে যায়। শুধু কন্ডিশনার দিয়েই তার চরিত্র পালটানো যায় না। এমনকী, স্বাভাবিক চুলেও যদি দিনের পর দিন যত্ন নেওয়া না হয়, তারও জেল্লা নষ্ট হয়ে যেতে পারে।

বাড়িতে কতটুকুই বা চুলের যত্ন নিতে পারেন আপনি? নিয়মিত শ্যাম্পু, তারপর কন্ডিশনিং? শুষ্ক চুলের পক্ষে কিন্তু এটুকু পরিচর্যা যথেষ্ট নয়, তার জন্যে দরকার ডিপ কন্ডিশনিং। স্বাভাবিক চুল আর তেলতেলে চুলেও সপ্তাহে একবার বা দু’ সপ্তাহ অন্তর একবার ডিপ কন্ডিশনিং চুলের ঝলমলে ভাব বজায় থাকে, চুল মজবুত হয় গোড়া থেকে। তবে তার জন্য পার্লার খোলার অপেক্ষায় থাকার দরকার নেই মোটেই। বাড়িতেই সেরে নিন ডিপ কন্ডিশনিং। আপনাদের জন্য নিচে রইল টিপস।

টক দই
যাঁদের চুল তেলতেলে ধরনের, তাঁরা চুলে ডিপ কন্ডিশনিং করতে চাইলে চোখ বন্ধ করে টক দই বেছে নিতে পারেন। চুলে বাড়তি জেল্লা আসবে, খুসকির সমস্যাও থাকবে না।সবার আগে চুলে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার লাগানোর দরকার নেই। চুলটা মুছে শুকিয়ে নিন। মোটামুটি শুকিয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত দই মেখে নিন, এভাবে আধ ঘণ্টা থাকুন। হয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা
চুলে কোমল ও মসৃণভাব আনতে অ্যালো ভেরা জেল খুবই কাজের। এর জলীয় উপাদান চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। স্ক্যাল্পে অ্যালো ভেরা জেল ঘষে ঘষে মাখলে তা চুল ওঠাও বন্ধ করতে সক্ষম। অ্যালো ভেরা পাতা কেটে আধকাপ বা তার একটু বেশি পরিমাণ জেল বের করে নিন। বাটিতে জেল নিয়ে কাঁটা চামচ দিয়ে ঘেঁটে একটু মসৃণ আর পাতলা করে নিতে হবে। এবার চুলে শ্যাম্পু করুন, কন্ডিশনার দরকার নেই। চুল থেকে শ্যাম্পু ধুয়ে বাড়তি ভেজাভাবটা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এবার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত অ্যালো ভেরা জেলটা মেখে নিন। আধঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

 

মধু আর নারকেল তেল

চুলের খসখসে রুক্ষ ভাব কমিয়ে মখমলি কোমল করে তোলার ব্যাপারে সিদ্ধহস্ত! এমনিতেই মধু চুলের আর্দ্রতা রক্ষা করতে সেরা, তার উপর নারকেল তেল চুলের গোড়ায় গভীরে পুষ্টি জোগায়। দু’ টেবিলচামচ নারকেল তেলে এক টেবিলচামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলে খুব ভালো করে মেখে নিন। হয়ে গেলে চুল শাওয়ার ক্যাপে আধ ঘণ্টা রাখুন। তারপর ভালো করে শ্যাম্পু করে নিন। তবে এক্ষেত্রে শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাতে হবে!

হট অয়েল থেরাপি
প্যাক বানিয়ে লাগানোর ইচ্ছে বা সময় নেই? ভরসা রাখুন তেলে। অলিভ বা নারকেল তেল নিন, তাতে কয়েক ফোঁটা পছন্দসই এসেনশিয়াল অয়েল মেশান। এরপর তেলটা হালকা গরম করে নিন। এবার চুল কয়েকভাগে ভাগ করে নিন আর ওই গরম তেল আগা থেকে গোড়া খুব ভালোভাবে লাগিয়ে মাসাজ করুন। এরপর গরমজলে তোয়ালে ভিজিয়ে ভালো করে নিংড়ে জড়িয়ে রাখুন মাথায়। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে বারদুয়েক অনায়াসে করতে পারেন। 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes