jamdani

নমস্কার! আপনাকে জানাই স্বাগতম

হ্যাঁ করােনার সময়কালে নমস্কারই এখন আতিথেয়তার রাস্তা দেখাচ্ছে গােটা। পৃথিবীকে। বিশেষ করে বিশ্বের প্রায় নামকরা রাজনৈতিক ব্যক্তিত্বের এখন নমস্কার ছাড়া আর কোনও উপায় নেই। অতিথির সঙ্গে প্রথম বার দেখায় আর কেউ হাত বাডিযে হ্যান্ডসেক করছে না। বরং হাতজোড় করে নমস্কার করতে দেখা যাচ্ছে। যা এখন ট্রেন্ড হয়ে উঠেছে। ভারতীয় সংস্কৃতির প্রাচীন অঙ্গ সাদরে গ্রহণ করে নিযেছে পাশ্চাত্য সংস্কৃতি।

বিশ্বজুড়ে করােনার আবহ বদলে দিয়েছে অনেককিছুই। আগের মতাে কিছু নেই। নিউ নরমালে সবাই বেরােচ্ছে যে যার কাজে। আগামী বলছে আরও বদলে যাবে। কিছু জিনিস হারিয়ে গেলেও, রপ্ত হবে নতুন কিছু। নমস্কার করলে আগত। অতিথির সংস্পর্শে আসার কোনও সম্ভাবনা নেই। এদিকে অতিথির সঙ্গে দূরত্ব বজায় রেখে প্রথা অনুযায়ী অভিবাদন জানানােও হয়। এই সময়ে শারীরিক দূরত্ব বজায়। রাখতে চাইছে সবাই। তাই নমস্কার এখন অতিথি আপ্যায়নের নতুন রীতি। ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলকে নমস্কার করে অভিবাদন জানিয়েছেন। আর সেই ভিডিযাে এখন সােশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইউরােপীয় ইউনিয়নের দুই নেতৃত্বের নমস্কার প্রথা দেখে ভারতীয়রা আপ্লুত। করােনার জন্য ফ্রান্স ও জার্মানি যােগাযােগ ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। আর সেই নিযেই দুই দেশের প্রতিনিধি আলােচনায় বসেছিলেন। আলােচনা শুরুর আগে ভারতীয় সংস্কৃতি মেনে দুই দেশের প্রতিনিধি একে অপরকে নমস্কার করেন। ২০১৮ সালে ভারত সফরে এসে নমস্কার প্রথা তার ভাল লেগেছিল। সেই থেকে তিনি এই প্রথা মেনে চলেন। পাশ্চাত্যের রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখা হলে হ্যান্ডশেক করেন। কিন্তু করােনা সংক্রমণের জন্য হ্যান্ডসেক এখন আর সুরক্ষিত ন্য। তাই নমস্কার। ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরন এর আগেও স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিয়িজিয়াকে নমস্কার করে স্বাগত জানিয়েছিলেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes